সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ
Published: 15th, February 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শনিবার দুপুরে ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর উদ্যোগে পৌর এলাকার তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি শফিকুল ইসলাম শিপলুর সভাপতিত্বে ও সহ- সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রমজান আলী, মো.
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল হুসাইন, সালাউদ্দিন আহমেদ, সুমন মিয়া ও এরশাদ হুসাইন অন্য প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। এতদিন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। গত ১৯ মার্চ এই দাম নির্ধারণ করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এখন দাম বাড়ানোর কারণে সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠলো।
রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানানো হয়। যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ৯৩৩ টাকা বেড়ে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।