ট্রাম্প-মাস্কের তোপে চাকরি গেল প্রায় ১০ হাজার কর্মীর
Published: 15th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার ৯ হাজার ৫০০ জনের বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণবিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। চাকরির এক বছর হয়নি, এমন কর্মীদের নিশানা করা হয়েছে। খবর রয়টার্সের
চাকরিচ্যুতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে আর্থিক সুবিধা নিয়ে প্রায় ৭৫ হাজার কর্মী এর মধ্যে স্বেচ্ছায় চাকরি ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্র সরকারের অধীনে কাজ করা ২৩ লাখ বেসরকারি কর্মীর প্রায় ৩ শতাংশ।
কর সংগ্রহকারী ইন্টারনাল রেভেনিউ সার্ভিস আগামী সপ্তাহে কয়েক হাজার কর্মীকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন, এ পদক্ষেপের কারণে ১৫ এপ্রিল আয়কর দাখিলের সময়সীমার আগে মার্কিন নাগরিকদের সম্পদ সংকুচিত হতে পারে।
ট্রাম্প মনে করেন, কেন্দ্রীয় সরকারের আকার প্রয়োজনের তুলনায় অনেক বেশি; পাশাপাশি অপচয় ও জালিয়াতির কারণে বিপুল পরিমাণ অর্থও খরচ হয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঋণের পরিমাণ এখন ৩৬ ট্রিলিয়ন ডলার (এক ট্রিলিয়ন সমান ১০ লাখ কোটি ডলার); গত বছর দেশটির বাজেট ঘাটতির পরিমাণও ছিল এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইলন ম স ক চ কর বরখ স ত র কর ম সরক র
এছাড়াও পড়ুন:
ধ্বংসস্তূপে চাপা পড়া মরদেহের হাত দেখে মাকে চিনে নিলেন ছেলে
ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে শুধু একটি হাত, বাকি শরীর চাপা পড়ে আছে। হাতের কবজির ওই অংশটুকু দেখেই মাকে চিনতে পেরেছেন ছেলে। মায়ের নিথর হাত মুঠো করে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
অনলাইনে ভেসে বেড়ানো এই ভিডিও ফুটেজ মিয়ানমারের। গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এশিয়ার এই দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। এখন পর্যন্ত ১ হাজার ৬০০–এর বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে দেশটির জান্তা সরকার।
ভিডিও ফুটেজে মায়ের হাত ধরে কাঁদতে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মা, আমি আপনার ছেলে, আপনার নামে ধাম পাঠ করছি।’
এরপর মায়ের হয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। আপনি যেখানে চান না, তেমন কোনো স্থানে আমি যাব না। আমি বোকার মতো কোনো কাজ করব না। আমি ভালো থাকব, দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।’
আরও পড়ুনভূমিকম্পের দ্বিতীয় দিনে মিয়ানমার-থাইল্যান্ডে এখন পর্যন্ত যা জানা গেল১৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তি নিজেকে রাজধানী নেপিডোর একজন বাসিন্দা বলে বর্ণনা করেন। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুনমিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়াল১৯ ঘণ্টা আগে