মেট্রোরেল এমআরটি-৬ লাইনের সব স্টেশনে এটিএম/সিআরএম মেশিন চালু করবে এনসিসি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি এনসিসি ব্যাংক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে একটি চুক্তি করা হয়েছে। 

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের উপস্থিতিতে ডিএমটিসিএলের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবীর ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.

জাকির আনাম চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় এনসিসি ব্যাংকের ইভিপি মোহাম্মদ তারিকুল আমিন, এসভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিজনেস জোবায়ের মাহমুদ ফাহিম, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এনসিসি ব্যাংকসহ চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য ব্যাংককে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। 

এটিএম/সিআরএম মেশিন স্থাপন করলে মেট্রোরেলের যাত্রীদের জন্য স্মার্ট ও ক্যাশলেস পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম তৈরি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, “মেট্রোরেল ঢাকা মহানগরে শুধু যোগাযোগ ব্যবস্থাতেই আমূল পরিবর্তন আনেনি; বরং একে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছে। আগামীতে স্টেশনগুলোতে বিভিন্ন বিপণীবিতান ও শপিংমল প্রতিষ্ঠার সুযোগ আছে। সেগুলো করা হলে মেট্রোরেল স্টেশনগুলো সম্মিলিতভাবে বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এ সম্ভবনাকে বিবেচনায় রেখে আজ বিভিন্ন ব্যাংক মেট্রোরেল স্টেশনগুলোতে এটিএম বুথ স্থাপন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে শুধু যাত্রীদের জন্যই নয়; এখানকার ব্যবসায়ীদের ও তাদের গ্রাহকদের জন্য অর্থ লেনদেন সহজ ও নিরাপদ করবে।”

তিনি আগামীতে মেট্রোরেল ও সংশ্লিষ্ট সবাইকে যেকোনো ধরনের ব্যংকিং সেবা দেওয়ার জন্য পাশে থাকার আশা ব্যক্ত করেন।

ঢাকা/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য এনস স

এছাড়াও পড়ুন:

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম বুথ উদ্বোধন

ঢাকার দিলকুশায় অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম বুথ চালু করা হয়েছে। 

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করেন এমডি মতিউল হাসান।

এ বুথ থেকে গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘণ্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি শাহ্ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, শাখাপ্রধান ও এসইভিপি মো. আব্দুল হালিম এবং হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান প্রমুখ।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ট্রমায় আছেন
  • মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম বুথ উদ্বোধন