ঢাকার অদূরে সাভার উপজেলার আশুলিয়ায় একটি আবাসিক ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধের মধ্যে এক শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর নাম সোয়ায়েদ। বয়স চার বছর।

অগ্নিদগ্ধ ১০ জন হলেন সূর্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল রানা (৩৮), সুমন রহমান (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭) ও সুরাহা (৩)। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে।

দগ্ধ সুমনের ফুফাতো ভাই মোহাম্মদ শহীদ প্রথম আলোকে বলেন, মশার উপদ্রব থাকায় সন্ধ্যার পর থেকে বাসার সব কটি জানালা বন্ধ ছিল। বিকেল থেকে পিঠা বানানোসহ অন্যান্য রান্না করা হয়। রাত ৯টার সময় আবারও চুলা জ্বালাতে গেলে হঠাৎ ওই কক্ষে আগুন ধরে যায়। সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

আশুলিয়ায় অগ্নিদগ্ধ ১১ জনের কয়েকজন আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেল, সুমন রহমান তাঁর দুই সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ফ্রিল্যান্সার। পবিত্র শবে বরাতে তাঁর বাসায় আসেন বড় ভাই সোহেল, বোন শিউলি, তাঁর স্বামী, বোনের দুই সন্তান, সুমনের মা সূর্যবানু এবং সুমনের ফুফু জোহরা। বিকেল থেকে বাসায় রান্না চলে। তবে রাত ৯টার পর বাসায় আগুন ধরে যায়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সাংবাদিকদের বলেন, শিশু সোয়ায়েদকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স মন র

এছাড়াও পড়ুন:

নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।

সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।

আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।

সম্পর্কিত নিবন্ধ