সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার ২
Published: 15th, February 2025 GMT
সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্ট এর অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারা হলো- নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার উইলসন রোডের কবির চৌধুরীর ছেলে আখিনুর চৌধুরী । তিনি বন্দর থানা জাতীয় পাটির সহ-সভাপতি। অপরজন হলেন, সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া নতুন রাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রীয় কর্মী রাব্বি (২৩) ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানাগেছে, আখিনুর চৌধুরীকে সিদ্ধিরগঞ্জে থানাধীন সাইনবোর্ড এলাকা হইতে গ্রেফতার করা হয়।
গত ২০২৪ সালের ২৫ জুলাই দুপুর ২টায় হিরাঝিলস্থিত চিটাগাং রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সস্ত্র সদস্যরা আগ্নেয়াস্ত্র, রিভালবার, পিস্তল, কাটা রাইফেল, হকিষ্টিক, চাইনিজ কুড়াল, লোহার রড নিয়া সজ্জিত হয়ে পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তারকৃত আখিনুর চৌধুরী সহ অন্যান্যরা অনবরত গুলি করে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
কিউবার এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করে রোবট
দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট আর প্রযুক্তিগত উৎকর্ষের অভাবের মধ্যেও কিউবায় একটি রেস্তোরাঁয় যেন টাইম মেশিনে চড়ে ভবিষ্যতে পৌঁছে গেছে! ‘ডোনা অ্যালিসিয়া’ নামের এ রেস্তোরাঁয় ঢুকলে মনে হবে আপনি কোনো অ্যানিমেটেড চলচ্চিত্রের সেটে ঢুকে পড়েছেন।
সাত বছর আগে চালু হওয়া এই রেস্তোরাঁ ধীরে ধীরে প্রযুক্তিকে আপন করে নিয়েছে। শুরুতে টেবিলগুলোতে ছিল ট্যাবলেট, পরে যুক্ত হয় অ্যালেক্সা সার্ভিস (অ্যামাজনের তৈরি একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা কণ্ঠস্বরের নির্দেশনা মেনে কাজ করে)। এসব ছাড়াও রেস্তোরাঁর টেবিলের স্ক্রিনে দেখা মিলবে ডিজিটাল মেন্যুর। প্রক্ষালন কক্ষে রয়েছে স্বয়ংক্রিয় দরজা।
তবে এ রেস্তোরাঁর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো খাবার পরিবেশনকারী এক রোবট। রেস্তোরাঁর মালিকের দাদির নামে নামকরণ করা ‘ডোনা অ্যালিসিয়া’ নামের রোবটকে পছন্দ করে বাচ্চা-বুড়ো সবাই। অনেকেই তার সঙ্গে তোলেন সেলফিও।
৬৪ বছর বয়সী সরকারি কর্মকর্তা সোনিয়া পেরেজ এ রেস্তোরাঁয় এসে রীতিমতো চমকে গিয়ে বললেন, ‘মনে হচ্ছে আমি কোনো কার্টুন চলচ্চিত্রের ভেতর ঢুকে পড়েছি। ইস, যদি কিউবায় এমন আরও রেস্তোরাঁ থাকত!’