বাংলা বছরের সর্বশেষ ঋতুরাজ বসন্ত আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে। ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকে। আর এতে বাদ ছিল না দেশের তারকা অঙ্গনও।

এবার বসন্তের আগমনের প্রথমদিন এই ঋতুকে বরণ করে নিলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা খান।  ছবি: ফেসবুক

সামাজিক মাধ্যমে ১০টি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে রুনাকে দেখা গেল হলুদ রাঙা বাসন্তী শাড়িতে। সঙ্গে ঋতুরাজের আবহ ঘিরে দিলেন বিশেষ বার্তাও।  ছবি: ফেসবুক

ফাল্গুনের প্রথম দিনেই নিজেকে অলকানন্দা রূপে ধরা দেন রুনা খান। এক গুচ্ছ ছবিতে যেন হয়ে ওঠেন বাগানের সেই হলুদ ফুলটিই! বসন্ত কন্যার এমন রূপে মুগ্ধতা ছড়ান অনুরাগীরা।  ছবি: ফেসবুক

সেই পোস্টে রুনা খান লেখেন, ‘একদা গহীন অরণ্যে ফুটিয়াছিলো অলকানন্দা, আজ বসন্ত.

.!’  ছবি: ফেসবুক

রুনা খানের এই কথার মাধ্যমে যেন ফাল্গুনী আমেজে বসন্তের আনন্দ ভাগ করে নেওয়ার বার্তা দিলেন রুনা খান। তার অনুরাগীরাও শুভেচ্ছা জানান তাকে।  ছবি: ফেসবুক

একজন লিখেছেন, ‘এতো সুন্দর হলুদ পরী এই বসন্তে আর কোথাও দেখি নাই, মাশাআল্লাহ এমন সুন্দর থাক বইন।’  ছবি: ফেসবুক

সেই অনুরাগীর মন্তব্যে হলুদ ভালোবাসা দিয়ে উত্তর দেন রুনা। এমনকি তার প্রায় সব মন্তব্যের জবাব দেন অভিনেত্রী।  ছবি: ফেসবুক

ছিটকিনি, হালদা, গহীন বালুচর-এর মতো সিনেমা কিংবা কষ্টনীড়, অসময়-এর মতো ওটিটির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান।  ছবি: ফেসবুক

কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী। বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরনের পোশাক-আশাকের কারণে বিতর্কিত হন।  ছবি: ফেসবুক

সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) প্রিমিয়ার হয়েছে রুনা খানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। এখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক বসন ত

এছাড়াও পড়ুন:

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ভবানীপুর-সুলেমানপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরো পড়ুন:

সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

লক্ষ্মীপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নিহত মিজান (৪১) সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেটার কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে মৌটুপী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর গ্রামের ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে কথা কাটাকটি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ শুক্রবার সকালে সালিশ বৈঠক বসে। 

সালিশ চলাকালে বাদশা মিয়ার লোকজন মিজান মিয়ার ওপর হামলা চালায়। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিজানসহ অন্তত ৩১ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, “গত মঙ্গলবার মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর-সুলেমানপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।”

তিনি আরো বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” 

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী গদিতে আগুন জ্বালালেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
  • পাকিস্তানে কেএফসিতে হামলা-সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১৭৮
  • পাকিস্তানে কেএফসির বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১, গ্রেপ্তার ১৭৮
  • ‘আমি আওয়াজ দিয়ে মরতে চাই’
  • তৃতীয় দেশে অভিবাসী বিতাড়ন করার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন আদালত
  • অস্ত্রের মহড়া, কালোতালিকা, কাদা-ছোড়াছুড়ি, জনসংযোগের নামে বলিউডে যা হয়
  • গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় নৌকায় আগুন, ১৪৩ মরদেহ উদ্ধার
  • ফুটবলে তিন ছেলের কে কেমন, জানালেন মেসি
  • ‘কী সুন্দর তাই না, একজন শিক্ষকের এই পরিণতি’
  • ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০