মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় এক্সপ্রেসওয়ের চার কিলোমিটার এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রিন ঢাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাওয়ার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে নিমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে সুরভী পরিবহনের যাত্রীবাহী সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় সুরভী পরিবহনের বাসে থাকা ছয়জন আহত হন।

হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় সুরভী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। অন্য দুটি গাড়িরও ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গাড়িগুলো জব্দ করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ঘটন

এছাড়াও পড়ুন:

আরসাপ্রধান আতাউল্লাহসহ ছয়জন আবার আট দিনের রিমান্ডে

ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ