মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ৬
Published: 15th, February 2025 GMT
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ শনিবার সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় এক্সপ্রেসওয়ের চার কিলোমিটার এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রিন ঢাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাওয়ার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে নিমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে সুরভী পরিবহনের যাত্রীবাহী সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় সুরভী পরিবহনের বাসে থাকা ছয়জন আহত হন।
হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় সুরভী পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। অন্য দুটি গাড়িরও ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ মারা যাননি। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গাড়িগুলো জব্দ করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ঘটন
এছাড়াও পড়ুন:
সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপি চাকরিচ্যুত
রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত পুলিশ ক্যাডারের ৪০তম বিসিএস ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরিচ্যুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক। তিনি আজ প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
চাকরিচ্যুত ছয়জন হলেন শিক্ষানবিশ এএসপি মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করিম ও সঞ্জীব দেব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর ধারা ৬(২)(এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।