নিখোঁজের তিনদিন পরে সরিষা ক্ষেতে মিলল অটোচালকের মরদেহ
Published: 15th, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শ্রী পলাশ (১৮) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগরের একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলাশ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ‘‘নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন পলাশ। এ ঘটনায় তার পরিবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। শনিবার স্থানীয় একটি সরিষা ক্ষেতে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঢাকা/শিয়াম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
আইপিএল, পিএসএল ও ইংলিশ প্রিমিয়ার লিগে আছে একটি করে ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ।আইপিএল
দিল্লি ক্যাপিটালস–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস
রাত ৯টা, নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টস
নিউক্যাসল–ক্রিস্টাল প্যালেস
রাত ১২–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
রিয়াল মাদ্রিদ–আর্সেনাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১