ইংল্যান্ডে সব রেকর্ড সিটির—মনে করিয়ে দিলেন গার্দিওলা
Published: 15th, February 2025 GMT
পেপ গার্দিওলার সব কথা শুনে কল্পনায় একটি দৃশ্যপট ভেসে ওঠে—বিদগ্ধ এক মানুষ, যিনি নিজের কাজে অবিশ্বাস্যরকম দক্ষ। কিন্তু সময় তো আর এক রকম যায় না। যেকোনো কারণেই হোক মানুষটি নিজ কাজে আর আগের মতো সফলতা পাচ্ছেন না। লোকে ঠারেঠুরে তাঁকে নিয়ে কথা বলছে। সমালোচনাও করছে। সেসব যে আর মানুষটির কানে যায় না, তা তো নয়! সব শুনে শেষ পর্যন্ত চিরকালের ভদ্র মানুষটি স্মরণ করিয়ে দিলেন তাঁর থরে–বিথরে অর্জনের কথা। ছুড়লেন চ্যালেঞ্জও—পারলে করে দেখাও!
আরও পড়ুন৭১৭ পাস খেলেও পোস্টে শট নেই, ১৫০ কোটি পাউন্ড খরচের এই ফল৪ ঘণ্টা আগেম্যানচেস্টার সিটির এই কোচ গতকাল প্রিমিয়ার লিগের নিউক্যাসল ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ৩–২ গোলে হারে সিটি, যা সিটির চলতি মৌসুমের দুরবস্থাকে আরও তীব্র করে তুলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে খুব ভালো অবস্থানে নেই গার্দিওলার দল। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭, তাদের চেয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে সিটি পাঁচ নম্বরে। অর্থাৎ এবার টানা পঞ্চম লিগ জেতা হচ্ছে না গার্দিওলার দলের। ইংল্যান্ডে টানা লিগ জয়সহ যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন গার্দিওলা, তা এ মৌসুমে যেন হুট করেই খোয়ানোর পথে! আর সেটার জেরে জারি থাকা নানা নেতিবাচক আলোচনাতেই যেন বিরক্ত গার্দিওলা।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছে তেহরান। ওমানের মাধ্যমে এই জবাব দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উদ্ধৃত করে বলা হয়, ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে ইরানের জবাব ‘ওমানের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হয়েছে’।
আরাগচি বলেন, ‘সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার আমাদের নীতি এখনো বহাল আছে। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জবাবের মধ্যে একটি চিঠি রয়েছে, যেখানে বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠির বিষয়ে আমাদের অভিমত বিস্তারিত তুলে ধরেছি।’
আরও পড়ুনইরানের নেতাকে ট্রাম্পের চিঠি০৭ মার্চ ২০২৫‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তাঁর প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান।
৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প।
সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ওই চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে আলোচনায় বসার জন্য ইরান দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।