Prothomalo:
2025-02-23@15:31:26 GMT

যে নদী হয়নি দেখা

Published: 15th, February 2025 GMT

মনে পড়ছে তোমার কথা, মনে পড়ছে গান;

মনে পড়ছে চোখ লুকাতে ব্যর্থ শিরস্ত্রাণ।

একটা সন্ধ্যা মনে পড়ছে; লবঙ্গসম্ভার—

তোমার চোখে অন্তর্জলি আরক্ত অভিসার।

পায়ের শব্দে মনে পড়ছে দ্বিধান্বিত মুখ,

প্রণয়বিদ্ধ হলে মানুষ স্তম্ভিত শম্বুক।

বাইরে থাকুক যা খুশি তা–ই, কিন্তু এবং যদি—

বুকের মধ্যে বইছে আমার পুনর্ভবা নদী।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

১৪ হাজার ওয়ানডে রানের কীর্তি কোহলির

ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ১৪ হাজার ওয়ানডে রানের কীর্তি গড়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে এই কীর্তি গড়েছেন তিনি। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ হাজারের ঘরে ঢুকতে ১৫ রান দরকার ছিল কোহলির। হারিস রউফকে চার মেরে ওই কীর্তি গড়েন ডানহাতি ব্যাটার। 

কোহলি ১৪ হাজারের পথে ভেঙেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১৪ হাজার রান করতে কোহলি নিয়েছেন ২৮৭ ইনিংস। মিডল অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করা শচীন ওই মালইফলক স্পর্শ করেছিলেন ৩৫০ ইনিংসে। 

১৪ হাজার রান করা অন্য ব্যাটার লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ৩৮০ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৪ হাজার ২৩৪ রানে।

টেন্ডুলকার ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান করেছেন। ৪৯ ওয়ানডে সেঞ্চুরি আছে টেন্ডুলকারের। কোহলি এরই মধ্যে ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছেন।

সম্পর্কিত নিবন্ধ