সৌদি প্রো লিগের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে প্রস্তাব দিয়ে আসছে। ওই প্রস্তাব পূর্বে নাকোচ করেছেন ভিনি। তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যান করেন রিয়ালের নাম্বার সেভেন। এরপর তার দলবদল নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।

এর মধ্যেই প্রভাবশালী স্প্যানিশ আউটলেট মার্কা দিয়েছে বিস্ফোরক তথ্য। সংবাদ মাধ্যমটির দাবি, সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন ভিনিসিয়াস। সেখানে তাকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৫ বছরের জন্য ১ বিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে সৌদি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এর মধ্যেই সামনে এসেছে এই খবর। সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে। তাকে বিশ্বকাপের শুভেচ্ছাদূত করার পরিকল্পনা সৌদির। মেগা টুর্নামেন্টের আগে সৌদি ফুটবলের পরিকল্পনা নিয়েও নাকি ভিনি আলোচনা করেছেন এবং খোঁজ-খবর নিয়েছেন।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়াল মাদ্রিদের চুক্তি নবায়নের প্রস্তাব ভিনিসিয়াস প্রত্যাখ্যান করলেও ব্লাঙ্কোস শিবিরেই থাকতে চান তিনি। তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও ওই অর্থে বেতন বাড়ানোর প্রস্তাব দেয়নি পেরেজের বোর্ড। যে কারণে তিনি নাকি চুক্তি বৃদ্ধির প্রস্তাবে সাড়া দেননি।

ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচ সেরা হন ভিনিসিয়াস। ওই ম্যাচের পরে চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে ভিনি জানান, রিয়ালে লম্বা সময় থেকে যাওয়াই তার পরিকল্পনা। দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, দ্রুতই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত  আসবে বলেও ইঙ্গিত করেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৪ জন নিহত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতি হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার এ হামলা চালায় রাশিয়া। ক্রিভি রিহ শহর জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, গতকালের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডের ঘটনাও ঘটেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে মৃতদেহ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

সম্পর্কিত নিবন্ধ