ভালোবাসা দিবসের রেশ রয়ে গেছে। ফেব্রুয়ারির বাতাসে ফাগুনের সুগন্ধ। এর মধ্যেই জানা গেলো বাবা-মা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।
১৫ ফেব্রুয়ারি সকালে ইনস্টাগ্রামে সুখবর দিলেন হবু মা-বাবা। স্থানীয় গণমাধ্যমকে পিয়া জানিয়েছেন, পিয়া এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভীষণ আনন্দিত। তবে একটু চিন্তাও করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ভূমিষ্ঠ হবে সন্তান।
ভ্যালেন্টাইন্স ডে'র পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা। কয়েকটি ছবি শেয়ার করে অন্যরকম ভাবেই খবরটি সমাজমাধ্যমে দিয়েছেন পিয়া। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'ভ্যালেন্টাইন্স ডে'র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা ব্যস্ত ছিলাম ১.
আরো পড়ুন:
চাচা, হেনা কোথায়...সংলাপ রচয়িতা বললেন, ‘আমি কৃতজ্ঞ’
তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা সংগীত পরিচালক
উল্লেখ্য, ২০২৩ সালের, ২৭ নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরম-পিয়া। পরমব্রত এবং পিয়ার সংসার যাপন প্রায় দেড় বছরের।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা
মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জাতিসংঘের আবেদন
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।
৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪
মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।