ফরিদপুরে অভিনব উৎসবে মেতেছিল সিঙ্গেলরা
Published: 15th, February 2025 GMT
ভালোবাসা দিবসের রঙিন আবহে যখন কাপলরা রোজ, চকোলেট আর গিফ্ট বক্সে মাতোয়ারা, ঠিক তখনই সিঙ্গেলদের কণ্ঠে ধ্বনিত হলো প্রতিবাদের স্লোগান।
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়। এবারের সমাবেশে স্লোগান ছিল অভিনব- ‘সিঙ্গেলরা কাঁদে না, সিঙ্গেলরা বাঁধে না, ভালোবাসা দিবসেও হাসে!’
সমাবেশে উপস্থিত সিঙ্গেলরা তাদের একাকীত্বকে উৎসবে রূপ দিতে মাঠজুড়ে নাচ, গান, আর হাসির মিছিল বের করে। কেউ কেউ মুখে লাগিয়েছে ‘সিঙ্গেল প্রাইড’ স্টিকার, কেউ আবার হাতে তুলে নিয়েছে প্ল্যাকার্ড, যেখানে লেখা- ‘ভালোবাসা দিবস? না, ধন্যবাদ, আমি আমার পিজ্জা আর নেটফ্লিক্সকে ভালোবাসি!’
সমাবেশের এক সিঙ্গেল ছাত্রী বলেন, “ভালোবাসা দিবসে কাপলদের দেখে আমাদের কোনো হিংসে হয় না। আমরা তো নিজেদের মতো করে খুশি। আজকে আমরা সবাই মিলে পিজ্জা পার্টি করেছি, গান গেয়েছি, আর সিঙ্গেল হওয়ার আনন্দ উদযাপন করেছি।”
অন্যদিকে, সমাবেশের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সিঙ্গেলদের একাকীত্বকে নয় বরং তাদের স্বাধীনতা ও আনন্দকে উদযাপন করা। ভালোবাসা দিবসে কাপলদের পাশাপাশি সিঙ্গেলরাও যে সমান গুরুত্বপূর্ণ, সেটাই আমরা এই সমাবেশের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।
সমাবেশ শেষে সিঙ্গেলদের পক্ষ থেকে একটি হাসির মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নেচে গেয়ে ক্যাম্পাসের মাঠকে মাতিয়ে তোলে। এই সমাবেশ দেখে কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও বেশ উৎসাহিত হয়েছেন। অনেক কাপলও এই আয়োজনে যোগ দিয়ে সিঙ্গেলদের সঙ্গে ভালোবাসা দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন।
এবারের ভালোবাসা দিবসে সিঙ্গেলদের এই আয়োজন সত্যিই ক্যাম্পাসকে কাঁপিয়ে দিয়েছে। ভালোবাসা দিবসের এই বিশেষ দিনে সিঙ্গেলরা প্রমাণ করেছে, ভালোবাসা শুধু কাপলদের জন্য নয়, সিঙ্গেলদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।
ঢাকা/তামিম/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘এমন উৎসব আরও বেশি হওয়া উচিত’
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আরিবা বিলকিসকে নিয়ে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলায় এসেছিলেন রাশেদুল হাসান ও আমেনা হক দম্পতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে তাঁরা নিয়মিত দর্শনার্থী; আসেন ২০১৮ সাল থেকে। এই দম্পতি বললেন, কখন এই উৎসব হবে, তাঁরা বছরজুড়ে অপেক্ষায় থাকেন। শিশু-কিশোরদের ইতিহাসচর্চা ও মানসিক বিকাশের এমন আয়োজন আরও বেশি করা উচিত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে আজ শুক্রবার দিনভর চলে ‘বর্ণমেলা ২০২৫’। ঢাকার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘মেরিল বেবি’।
এই আয়োজনে ঐতিহ্যবাহী নানা খেলা, বাংলা স্ক্র্যাচ কর্মশালা, বর্ণরোবটের সঙ্গে শরীরচর্চা, বর্ণ উপহার, মস্ত বর্ণ, খাবারে-পোশাকে বর্ণ, কাগজের ইশকুল, বর্ণমুখোশ, বর্ণে নাগরদোলা, বাবুল্যান্ড, গুফি ওয়ার্ল্ড, কিডস টাইম, জলপুতুল পাপেট, ঢাকা পাপেট থিয়েটার, কাকতাড়ুয়া পাপেট, জাদু, গানসহ ছিল বিচিত্র আয়োজন।
বর্ণমেলায় শিশু–কিশোরদের জন্য ছিল এই লুডু খেলার আয়োজন। ঢাকা, ২১ ফেব্রুয়ারি