জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা
Published: 15th, February 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্সে (প্রফেশনাল) চলতি শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড কোর্সে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। ওই দিন বিকেল চারটা থেকে অনলাইনে এ আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ৬ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একই সময়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) ভর্তি আবেদন নেওয়া হবে।
আরও পড়ুনচীনে বৃত্তিতে আবেদন করুন দ্রুত, ১১০০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ২২ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা। আবেদন করা কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে অথবা সরাসরি) ৯ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ এপ্রিল।
এদিকে ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে।
আরও পড়ুনতুরস্কের কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, আবেদনে করুন দ্রুত১৪ ফেব্রুয়ারি ২০২৫প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুননার্সিংয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু, জেনে নিন সব তথ্য১৩ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক ষ বর ষ
এছাড়াও পড়ুন:
জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’
জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘এআই অলিম্পিয়াড ২০২৫’, যা যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এআই অলিম্পিয়াডে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলো। ২৬ এপ্রিল ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত aiolympiad.xyz ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এআই অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—প্রাইমারি ক্যাটাগরি (স্কুল পর্যায়), সেকেন্ডারি ক্যাটাগরি (কলেজ ও ডিপ্লোমা পর্যায়) এবং টারশিয়ারি ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয় ও এআই পেশাদার)। এ আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, বাস্তব সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
প্রতিযোগিতায় দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞদের দিয়ে প্রকল্প মূল্যায়ন করা হবে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিসহ সনদ। এ ছাড়া অংশগ্রহণকারীরা এআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করতে পারবেন। এই অলিম্পিয়াডের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম এআই প্রযুক্তিতে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন এবং একটি উদ্ভাবনী বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবেন। এখনই রেজিস্ট্রেশন করুন এবং জাতীয় পর্যায়ে আপনার এআই উদ্ভাবন তুলে ধরার সুযোগ গ্রহণ করুন। বিজ্ঞপ্তি