কোহলিকে হটিয়ে ওয়ানডের দ্রুততম ৬ হাজার বাবরের
Published: 15th, February 2025 GMT
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ব্যাট হাতে ভালো করতে পারেননি বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে ২৯ রানে আউট হয়ে যান তিনি। পাকিস্তান ২৪২ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরেছে ম্যাচটি।
তবে ২৯ রানের ইনিংস খেলার পথেই রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর। ওয়ানডে ক্রিকেটে হাশিম আমলার সঙ্গে যৌথভাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলিকে।
বাবর ১২৩ ইনিংসে ওয়ানডের ৬ হাজার রান করেছেন। তার সমান ইনিংস খেলে ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৬ দ্রুততম হাজার রান করেন আমলা। ভিভ রিচার্ডসের ১৯৮৯ সালে গড়া রেকর্ড ও কোহলির গড়া ২০১৪ সালের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ওপেনার।
এবার বাবর বসলেন আমলার পাশে। তালিকায় বিরাট কোহলি তিনে নেমে গেছেন। সমান ইনিংসে ৬ হাজার রান করলেও আমলা রেকর্ডটি আগে গড়ায় তার নাম আছে শীর্ষে। কোহলি ১৩৬ ইনিংসে ৬ হাজার রানের রেকর্ড গড়েন।
এর আগে বাবর আজম দ্রুততম ওয়ানডের ৫ হাজার রানের কীর্তি গড়েন। তিনি ৯৭ ইনিংসে ওয়ানডের ৫ হাজার রান পূর্ণ করেন। দ্রুত ৪ হাজার রানের কীর্তিতে দ্বিতীয় অবস্থানে আছেন বাবর। শীর্ষে থাকা আমলার চেয়ে ১ ইনিংস বেশি খেলে ৪ হাজার রান করেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ জ র র ন কর দ র ততম র কর ড
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসীদের ‘বোমা’ হামলায় ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ (৩৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে হামলাটি হয়।
বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, “আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হবে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
আরো পড়ুন:
জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২
রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত
আহত এনাম খাঁ ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
এনাম খাঁ বলেন, “রাতে মির্জাপুর মোড়ে দলীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে চা পান করছিলাম। এসময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে আমাদের সামনে তিনটি বোমা নিক্ষেপ করে চলে যায়। হামলায় আমার হাতের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। বোমার আওয়াজে আমরাসহ আশপাশে থাকা সবাই আতঙ্কিত হয়ে পরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”
ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ