দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৩১ শতাংশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.

৭২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৩ পয়েন্ট বা ০৩১ শতাংশ।

এর আগের সপ্তাহের (২ থেকে ৬ ফেব্রুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৭২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছিল ০.২১ পয়েন্ট বা ২ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৪.৪৭ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৩৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.০৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১০.৪৭ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১০.৭৭ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৪৪ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.২৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৮৯ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৪৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৫৭ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৭২ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৯৬ পয়েন্টে, আইটি খাতে ১৭.২৯ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২০.৭২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৭.৩১ পয়েন্ট, পাট খাতে ২৮.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ৪০.৬৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ১০৭.৬৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও

এছাড়াও পড়ুন:

ড্যাফোডিল কম্পিউটার্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে ব্যাংকটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৪২৩ কোটি টাকা
  • বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
  • সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
  • ড্যাফোডিল কম্পিউটার্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি