ব্রাইটনে হার চেলসির, কোচ মারেস্কাকে দুয়ো
Published: 15th, February 2025 GMT
এনজো মারেস্কার অধীনে মৌসুমে চেলসির শুরুটা খুব ভালো হয়নি। তবে পরেই ঘুরে দাঁড়িয়েছিল ব্লুজরা। পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছিল। ওই চেলসি আবার ব্যাকফুটে। শুক্রবার রাতে ব্রাইটন এন্ড হোব আলবিয়নের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে চেলসি। এরপরই ‘মারেস্কাকে ছাঁটাই করো’ স্লোগান ওঠে গ্যালারিতে।
ঘরের মাঠে ব্রাইটন ২৭ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন ২৭ বছর বয়সী জাপানিজ উইঙ্গার কাউরু মিতমা। এরপর গাম্বিয়ান ফরোয়ার্ড ইয়ানকুবা মিনতেহ ব্রাইটনকে ৩৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মিনতেহ।
এ নিয়ে চেলসি গত ৯ লিগ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে। লিগ টেবিলে চারে আছে তারা। তবে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। যার অর্থ নিউক্যাসলের বিপক্ষে আজ ম্যানসিটি জিতলেই পাঁচে নেমে যাবে ব্লুজরা। সেখান থেকে সেরা চারে ওঠা কঠিনই হবে মারেস্কার জন্য।
ভক্তরা তাই মারেস্কাকে ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন। ভক্তের একাধিক মন্তব্য তুলে ধরেছে সংবাদ মাধ্যম গোল। সেখানে এক ভক্ত লিখেছেন, ‘মৌসুম বাঁচাতে মারেস্কাকে বহিষ্কার করুণ। মৌসুম শেষে সরিয়ে দিন ক্লাব পরিচালককে। ক্লাবের কারো মধ্যে লড়াইয়ের নূন্যতম মানসিকতা নেই।’ চেলসির এই ধস নিয়ে অনেক মন্তব্যই তুলে ধরেছে গোল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনজ ম র স ক চ লস
এছাড়াও পড়ুন:
মৌসুম শেষেই সিটি ছাড়বেন ডি ব্রুইনা
ম্যানচেস্টার সিটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি শেষ হবে এ বছরের ৩০ জুন। গুঞ্জন ছিল, সেই চুক্তি আর নবায়ন করতে চান না কেভিন ডি ব্রুইনা। সিটিও আসলে খুব একটা আগ্রহ দেখায়নি ডি ব্রুইনাকে রাখতে। নতুন করে দলটাকে পুনর্গঠন করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা।
সেই গুঞ্জনই সত্যি হলো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মৌসুম শেষেই ইতিহাদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই বেলজিয়াম মিডফিল্ডার। ২০১৫ সালে সিটিতে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত ১০ বছরে সিটির হয়ে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ।
বিবৃতিতে ডি ব্রুইনা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি-তে এই কয়েকটা মাসই আমার শেষ। আসুন, বাকি সময়টুকু আমরা একসঙ্গে উপভোগ করি!’
বিস্তারিত আসছে...