ব্রাইটনে হার চেলসির, কোচ মারেস্কাকে দুয়ো
Published: 15th, February 2025 GMT
এনজো মারেস্কার অধীনে মৌসুমে চেলসির শুরুটা খুব ভালো হয়নি। তবে পরেই ঘুরে দাঁড়িয়েছিল ব্লুজরা। পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠেছিল। ওই চেলসি আবার ব্যাকফুটে। শুক্রবার রাতে ব্রাইটন এন্ড হোব আলবিয়নের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে চেলসি। এরপরই ‘মারেস্কাকে ছাঁটাই করো’ স্লোগান ওঠে গ্যালারিতে।
ঘরের মাঠে ব্রাইটন ২৭ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন ২৭ বছর বয়সী জাপানিজ উইঙ্গার কাউরু মিতমা। এরপর গাম্বিয়ান ফরোয়ার্ড ইয়ানকুবা মিনতেহ ব্রাইটনকে ৩৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মিনতেহ।
এ নিয়ে চেলসি গত ৯ লিগ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে। লিগ টেবিলে চারে আছে তারা। তবে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। যার অর্থ নিউক্যাসলের বিপক্ষে আজ ম্যানসিটি জিতলেই পাঁচে নেমে যাবে ব্লুজরা। সেখান থেকে সেরা চারে ওঠা কঠিনই হবে মারেস্কার জন্য।
ভক্তরা তাই মারেস্কাকে ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন। ভক্তের একাধিক মন্তব্য তুলে ধরেছে সংবাদ মাধ্যম গোল। সেখানে এক ভক্ত লিখেছেন, ‘মৌসুম বাঁচাতে মারেস্কাকে বহিষ্কার করুণ। মৌসুম শেষে সরিয়ে দিন ক্লাব পরিচালককে। ক্লাবের কারো মধ্যে লড়াইয়ের নূন্যতম মানসিকতা নেই।’ চেলসির এই ধস নিয়ে অনেক মন্তব্যই তুলে ধরেছে গোল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনজ ম র স ক চ লস
এছাড়াও পড়ুন:
বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।