গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে আসেন স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঢাকা/রফিক সরকার/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

গুঞ্জন সবসময়ই গুঞ্জন নয়, কখনো কখনো তা বাস্তবেও রূপ নেয়। তার অকাট্য প্রমাণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। প্রেমের গুঞ্জনকে সত্য প্রমাণ করে আজ বসছেন গায়েহলুদের আসরে।

রাজধানীর অদূরে একটি রিসোর্টে এ জুটির গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, চলবে সন্ধ্যা পর্যন্ত।

জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত। গায়েহলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেন লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। তবে মুঠোফোনে ছবি তোলা বারণ বলে জানা গেছে।

আরো পড়ুন:

মেহজাবীনের বিয়ে: আদনান আল রাজীবকে কতটা জানেন?

সেই নির্মাতাকে বিয়ে করছেন মেহজাবীন চৌধুরী!

মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠানে একঝাঁক তারকা উপস্থিত রয়েছেন। আমন্ত্রিত অতিথিরা জানিয়েছেন, আজ বেলা ১১টার পর থেকে ভেন্যুতে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। আজ সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে। আগামীকাল সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মেহজাবীন-আদনানের গায়েহলুদের অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে রয়েছেন— নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ