ফরিদপুরে বরযাত্রীর বাস খাদে, আহত ৪০
Published: 15th, February 2025 GMT
ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে এম এম পরিবহনের একটি বরযাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বরিশাল থেকে ৩টি বাস ও একটি মাইক্রোবাস ভর্তি প্রায় ২২০ জন বরযাত্রী নিয়ে নিজ বাড়ি রাজবাড়ীর বিনতপুরে ফিরছিল। পথিমধ্যে ৫০ জন বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪০ জনের মতো আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শবে বরাতে নামাজ শেষ করে বের হলে হঠাৎ প্রচণ্ড আওয়াজ শুনে দৌড়ে এসে দেখেন যাত্রীবাহী একটি বাস খাদে পরে উল্টে আছে, তখন বাস ভর্তি যাত্রী ছিল। তারা দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেন। কালক্ষেপণ না করে দ্রুত বাসের ভিতর আটকা থাকা যাত্রীদের উদ্ধার করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, এম এম পরিবহনের বরযাত্রীবাহী বাসটি রাজবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মূলত বিয়ের অনুষ্ঠান শেষ করে বরযাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ছেড়ে এসে রাজবাড়ীর বিনতপুর যাচ্ছিল।
তিনি আরো জানান, আহত হয়েছে বাসের সব যাত্রী। তবে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, “৯.
ঢাকা/তামিম/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী, একজন শিশু ও পাঁচজন পরুষ বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ১০ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন ২ জন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। গতকাল মঙ্গলবার একই স্থানে দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন আহত হন।
স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে।