ছন্দহীন বাবর আজমও রেকর্ড ছুঁতে পারেন
Published: 15th, February 2025 GMT
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বাবর আজম। অথচ এই বাবরেরই কিনা ওয়ানডেতে সেঞ্চুরি নেই ২১ ইনিংস হলো। এ সময়ে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ৭৪ রানের। তবে ছন্দহীন এই বাবরও রেকর্ডের খাতায় নাম লেখাতে পারেন। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে যেমন হাশিম আমলার একটি রেকর্ডে ভাগ বসালেন। ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রানের রেকর্ডের যৌথ মালিক এখন বাবরও।১২৩ওয়ানডেতে ৬০০০ রানের মাইলফলক পৌঁছাতে বাবরের খেলা ইনিংস। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান আমলার সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে দ্রুততম ৬০০০ রান তোলা ক্রিকেটার বাবর। তাঁর আগে ৬০০০ রানে দ্রুততম পাকিস্তানি ছিলেন সাঈদ আনোয়ার (১৬২ ইনিংস)।১ওয়ানডেতে ৫০০০ রানে দ্রুততম বাবরই। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছিল মাত্র ৯৭ ইনিংস।৫৫.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব য টসম য ন ম ইলফলক দ র ততম র কর ড ব বর র
এছাড়াও পড়ুন:
দ্রুততম ১১ হাজারে দ্বিতীয় রোহিত
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র ১০ জন ব্যাটসম্যান ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সেই এলিট ক্লাবের সর্বশেষ সংযোজন রোহিত শর্মা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাদেশের বিপক্ষে দুবাইতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মাঠে নেমে ৪১ রানের ইনিংস খেলেন রোহিত। আর এর মধ্য দিয়ে ওয়ানডেতে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। মাঠে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮৮।
তবে দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেও দ্রুততমর দিক দিয়ে রোহিত হলেন দ্বিতীয়। তিনি মাত্র ২৬১ ইনিংস খেলে ১১ হাজার রান করেন। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ১১ হাজারের মাইফলক ছুঁয়েছিলেন ২০১৯ সালের ১৬ জুন মাত্র ২২২ ইনিংসে। তারটিই এখন পর্যন্ত দ্রুততম।
এছাড়া শচীন টেন্ডুলকার ২০০২ সালে ওয়ানডেতে ১১ হাজার রান করেছিলেন ২৭৬ ইনিংস খেলে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং করেছিলেন ২৮৬ ইনিংসে।
আরো পড়ুন:
ধ্বংসস্তুপে সেঞ্চুরির ফুল ফোটালেন তাওহীদ, জাকেরের লড়াই ও শামির রেকর্ড
কোহলিকে পেছনে ফেলে শীর্ষে বাবর
দ্রুততম ১১ হাজারি ক্লাবে সদস্য যারা:
ক্রমিক নং | খেলোয়াড় | তারিখ | ইনিংস |
০১ | বিরাট কোহলি (ভারত) | ১৬ জুন, ২০১৯ | ২২২ |
০২ | রোহিত শর্মা (ভারত) | ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ২৬১ |
০৩ | শচীন টেন্ডুলকার (ভারত) | ২৮ জানুয়ারি, ২০০২ | ২৭৬ |
০৪ | রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) | ২৪ ফেব্রুয়ারি, ২০০৮ | ২৮৬ |
০৫ | সৌরভ গাঙ্গুলি (ভারত) | ২৭ আগস্ট, ২০০৭ | ২৮৮ |
০৬ | জ্যাক ক্যালিস (দ. আফ্রিকা) | ৮ নভেম্বর, ২০১০ | ২৯৩ |
০৭ | কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ২৮ মার্চ, ২০১৩ | ৩১৮ |
০৮ | ইনজামাম-উল-হক (পাকিস্তান) | ১২ ডিসেম্বর, ২০০৫ | ৩২৪ |
০৯ | সনাৎ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) | ৪ জুলাই, ২০০৬ | ৩৫৪ |
১০ | মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) | ১৭ জুন, ২০১৩ | ৩৬৮ |
ঢাকা/আমিনুল