জীবনকে খুব সিরিয়াসলি নিই না: রাশমিকা
Published: 15th, February 2025 GMT
রাশমিকা মান্দানার চোখে-মুখে সবসময় যেন এক চিলতে মিষ্টি হাসি লেগেই থাকে। জনসম্মুখে যতক্ষণ তার উপস্থিতি পাওয়া যায়, তার পুরোটা সময় দুষ্টুমিতে মেতে থাকেন। বলা যায়, এটি তার স্বভাবজাত ব্যাপার। জীবনকে সরল সমীকরণে দেখতেই পছন্দ করেন ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা অভিনেত্রী।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছেন রাশমিকা মান্দানা। এ আলাপচারিতায় তিনি জানান, জীবনকে জটিল হিসাব-নিকাশের রেখাচিত্রে ফেলতে নারাজ। বরং ঐশ্বরিক কোনো শক্তি তাকে পরিচালিত করেন বলেই বিশ্বাসী ‘পুষ্পা’ তারকা।
জীবনের এই তত্ত্ব সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও প্রয়োগ করে থাকেন রাশমিকা। একটি সিনেমায় কী ভ্যালু যুক্ত করতে পারবেন, কতটা ভ্যালু যুক্ত হবে আপনার ক্যারিয়ারে— সিনেমা বাছাই করার সময়ে কি এসব বিবেচনা করেন? জবাবে রাশমিকা মান্দানা বলেন, “আমার মনে হয়, আপনি যদি এভাবে ভাবতে থাকেন তা হলে জীবন কঠিন হয়ে উঠবে।”
আরো পড়ুন:
বাদ পড়ছে ভিকি-রাশমিকার ‘আপত্তিকর নাচ’
নিজের পায়ে দাঁড়াতে পারছেন না রাশমিকা
বিষয়টি ব্যাখ্যা করে রাশমিকা মান্দানা বলেন, “প্রথমত, আমি আমার জীবনকে খুব বেশি সিরিয়াসলি নিই না। আমার মনে হয়, ঐশ্বরিক একটি শক্তি আমাকে পরিচালিত করছে। সত্যি বলতে, আমি স্রোতের সঙ্গে চলি।”
সিনেমার চরিত্র কোনো ব্যাপার না। বরং গল্প বলার অংশ হতে চান রাশমিকা। তার ভাষায়, “আমি যখন সিনেমা বাছাই করি, তখন গল্প বলার অংশ হতে চাই। চরিত্র কী সেটা কোনো বিষয় না। আমি দুই সন্তানের মা বা চার সন্তানের মা বা আমি দাদি অথবা চরিত্রটি অন্যকিছু হতে পারে। কিন্তু এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি কেবল সেই গল্প বলার অংশ হতে চাই।”
রাশমিকা অভিনীত ‘ছাবা’ সিনেমা গতকাল (১৪ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকার।
সিনেমাটিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন জ বনক
এছাড়াও পড়ুন:
শাকিব খানের সঙ্গে সন্ধ্যা আর রাতটা ছিল বিশেষ, ছিলেন অপু-বুবলীও
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল শুক্রবার। দিনটি ঘিরে ছিল নানা আয়োজন। তবে সন্ধ্যা আর রাতটা ছিল বিশেষ। কারণ ইফতারের পর দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তবে আলাদা সময়ে! দারুণ ও সুন্দর কিছু সময় সন্তানদের সঙ্গে কাটান এ অভিনেতা।
জানা যায়, ইফতারের পর বীরকে নিয়ে শাকিবের বাসায় যান বুবলী। বেশ কিছু সময় কাটানোর পর তারা ফিরে গেলে হাজির হন অপু বিশ্বাস ও জয়।
অন্যদিকে, শাকিবের জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তার দুই ছেলের মা-অপু বিশ্বাস ও শবনম বুবলী।
জন্মদিনের জন্য বিশেষভাবে আনা হয়েছে লাল রঙের একটি কেক, যেখানে আব্রামের পক্ষ থেকে লেখা ছিল- ‘হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা।’ শুধু কেকেই সীমাবদ্ধ থাকেনি আব্রামের ভালোবাসা; নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রেখেছে সে, সঙ্গে যোগ করেছে ছোট্ট হাতের আঁকিবুঁকি।
ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার বা সেলিব্রিটি নয়, বরং একজন আপনজন, যার সঙ্গে আত্মার বন্ধন সবচেয়ে গভীর। শুধু দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন এই সম্পর্ককে। বাবা-ছেলে মেতে ছিল পুরোদিন আনন্দে।’
বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘‘পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে মেতে ছিল জন্মদিনের উদযাপনে। মনে হচ্ছে, পুরো মাসটাই যেন ‘এস কে মাস’!’’
জন্মদিন উপলক্ষে অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই শাকিব খানের প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন। অপু যেখানে প্রাক্তন স্বামীকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন, সেখানে বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’।