মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব কষছে ট্রাম্প প্রশাসন: এরদোগান
Published: 15th, February 2025 GMT
মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব সঠিক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে।
সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব কষছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।
প্রসঙ্গত, ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মায়ের মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা। এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুজন হলেন- মোছাম্মত কতবানু (৮৫) ও তার ছেলে ছাদেকুল ইসলাম ছাদির (৬৫)।
মৃত ছাদকুল ইসলামের জামাতা মো. রাসেল খান বলেন, ‘‘দাদি শাশুড়ি কতবানু সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে শ্বশুর ছাদেকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাই।’’
‘‘সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হার্ট অ্যাটাকে পথেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে মা-ছেলের লাশ দাফন করা হবে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব