সাতক্ষীরায় ২ ঘণ্টার চিংড়ি পোনার বাজারে কোটি টাকার বেচাবিক্রি
Published: 15th, February 2025 GMT
ঘড়ির কাঁটায় সকাল সাতটা। পুব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। তখনো শহরের চিরচেনা কোলাহল শুরু হয়নি। তবে সাতক্ষীরা শহরের কামালনগর করিম সুপার মার্কেটের চিত্র ভিন্ন। মার্কেটের আশপাশে ৫০০ গজের মধ্যে সকালে ঘণ্টা দুয়েকের জন্য বসে বাগদা চিংড়ির পোনা (রেনু) বিক্রির বাজার।
সকাল থেকেই সেখানে ভিড় করেন পোনা ব্যবসায়ী ও ক্রেতারা। রোদের তেজ বাড়ার আগেই বেচাবিক্রি শেষ হয়ে যায়। দুই ঘণ্টায় বাজারটিতে কোটি টাকার বেশি পোনা বিক্রি হয়। ভরা মৌসুমে বিক্রি বাড়ে আরও কয়েক গুণ।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, সোয়া সাতটার দিকে কক্সবাজার থেকে চিংড়ির পোনা নিয়ে ট্রাক এসে মার্কেটের সামনে দাঁড়ায়। মুহূর্তেই কয়েক শ মানুষ গাড়ির পাশে ভিড় করেন। ট্রাক থেকে পোনাভর্তি কর্কশিটের বাক্স নামানোর পর পিকআপ, মাহেন্দ্রা, ইজিবাইকসহ বিভিন্ন বাহনে করে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলায় নেওয়া হচ্ছে। সকাল ৭টায় শুরু হওয়া বাজার ৯টার পর একেবারেই কোলাহলশূন্য। পোনা ব্যবসায়ীদের কার্যালয় খোলা থাকলেও কোনো ভিড় নেই।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ৬৫ হাজার ৫৩৬ হেক্টর জমিতে বাগদা চিংড়ির ঘের আছে ৫৪ হাজার ৯৩৫টি। এসব ঘেরে বাগদা চিংড়ি চাষের জন্য ৩২০ থেকে ৩৫০ কোটি পোনার প্রয়োজন হয়। অধিকাংশ পোনা কক্সবাজারের বিভিন্ন হ্যাচারি থেকে আসে। বাকিগুলো প্রাকৃতিকভাবে সুন্দরবন বা অন্য উৎস থেকে উৎপাদন করা হয়।
সাতক্ষীরা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির তথ্যমতে, সমিতিতে অন্তর্ভুক্ত চিংড়ি পোনা ব্যবসায়ীর সংখ্যা ৬৪। এ ছাড়া জেলায় ছোট-বড় মিলিয়ে শতাধিক ব্যবসায়ী আছেন।
সকালে রোদের তাপ ছড়ানোর আগে বাগদা চিংড়ির পোনা বাজার থেকে নিয়ে গন্তব্যে ছুটছেন চিংড়িচাষিরা। শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের কামালনগর করিম সুপার মার্কেটের সামনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য়
এছাড়াও পড়ুন:
সুগন্ধি মাউস আনছে আসুস
প্রযুক্তি বাজারে চমক তৈরি করতে অভিনব সুগন্ধি মাউস তৈরি করেছে আসুস। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, আসুসের কোপাইলট প্লাস পিসির সঙ্গে ব্যবহার করা যাবে ‘ফ্রেগ্রেন্স মাউস’। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে মাউসটি।
গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) প্রদর্শনীতে আসুসের ‘অ্যাডল ১৪ এয়ার ফ্রেগ্রেন্স এডিশন’ মডেলের ল্যাপটপ বিশেষ নজর কেড়েছিল প্রযুক্তিপ্রেমীদের। ল্যাপটপটির ঢাকনায় একটি ম্যাগনেটিক অয়েল ডিফুইজার যন্ত্র রয়েছে। ফলে কাজ করার সময় ল্যাপটপ গরম হয়ে গেলে যন্ত্রটি থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে চারপাশে। এরই ধারাবাহিকতায় এবার সুগন্ধি মাউস আনতে যাচ্ছে আসুস।
মাউসটির নকশা বেশ সাধারণ। এতে দুটি বাটন ও একটি স্ক্রল হুইল রয়েছে। তবে মাউসটির নিচের অংশে যুক্ত করা হয়েছে আকারে ছোট একটি চেম্বার। এই চেম্বারে রিফিলযোগ্য শিশিতে প্রয়োজনীয় সুগন্ধি তেল ভরে রাখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো সুগন্ধি তেল মাউসটিতে ভরে রাখতে পারবেন। ব্যাটারিতে চলা মাউসটি ব্লুটুথ বা ২ দশমিক ৪ গিগাহার্টজ ওয়্যারলেস ইউএসবি ডঙ্গল দিয়ে সহজেই ল্যাপটপের সঙ্গে যুক্ত করা সম্ভব।
‘ইরিডেসেন্ট হোয়াইট’ও ‘রোজ ক্লে’ রঙে বাজারে পাওয়া যাবে মাউসটি। তবে মাউসটির দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি আসুস। এ বিষয়ে অ্যান্থনি স্পেন্স জানিয়েছেন, মাউসটির দাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
সূত্র: দ্য ভার্জ