ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া দুই বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি জানায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস-এর বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল দুই বাংলাদেশিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) ও মদন নাথের ছেলে পূর্ণ নাথ (২৬)।

বিএসএফ জানায়, ওই সময় আরও তিনজন বাংলাদেশি পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং আটকদের ফেরত আনার জন্য সমন্বয় করে। বৃহস্পতিবার সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি আটক দুই ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় সোপর্দ করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

হিলি সীমান্তে মিষ্টি পাঠাল বিজিবি, বিএসএফের ফুলেল শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের সদস্যরা বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১ নম্বর পিলার–সংলগ্ন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই বাহিনীর সদস্যদের মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়েছে।

হিলি বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক বিজিবি ক্যাম্প, ইমিগ্রেশন চেকপোস্ট, কমান্ডিং অফিসার ও স্টাফ অফিসারদের পক্ষ থেকে ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রোহিত শর্মার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে হিলি বিজিবি আইসিপি চেকপোস্ট গেটের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম ও বিএসএফের হিলি সিপি গেটের পরিদর্শক অতুল রায়সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় হিলি বিজিবি আইসিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার অসীম মারাক বলেন, দুই দেশের সীমান্তে দায়িত্বরত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে দুই দেশের বিভিন্ন দিবস ও ধর্মীয় অনুষ্ঠানের সময় শুভেচ্ছা বিনিময় করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হিলি সীমান্তে মিষ্টি পাঠাল বিজিবি, বিএসএফের ফুলেল শুভেচ্ছা