চট্টগ্রামে আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম
Published: 14th, February 2025 GMT
চট্টগ্রাম নগরের হালিশহরের মুন্সিপাড়ায় প্লাস্টিক পণ্যের (ক্যারেট) একটি গুদাম আগুনে পুড়ে গেছে। আগুনে গুদামের পাশের আবাসিক ভবনের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার একটি ভবনের নিচতলায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুন লাগার পর জনমনে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে ভবনটির ওপর তলার এবং আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, পটকা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে প্লাস্টিক ক্যারেটের গুদাম ও পাশের সাততলা ভবনের পাঁচটি ফ্লোর আংশিক পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন র
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ব্যাংকে এসির কমপ্রেসর বিস্ফোরণে নিহত ২
সোনারগাঁয়ে একটি বেসরকারি ব্যাংকে এসির কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালীন সময়ে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।