ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এমএম পরিবহন নামের একটি বিয়ের গাড়ি যাত্রীসহ খাদে পড়ে গেছে। শুক্রবার রাত ১০টার দিকে পুখুরিয়া ও ভবুকদিয়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ ১২ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বাসের হেলপারকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো.

রোকিবুজ্জামান।

ওসি জানায়, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে এমএম পরিবহন নামের একটি বাস বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত ১০টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ ১০-১২ জন আহত হন।

ওসি আরও জানায়, আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

মিরপুরে এক যুবক গ্রেপ্তার, পরে অস্ত্র উদ্ধার

রাজধানীর মিরপুর এলাকা থেকে মো. ফারুক (২৭) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাঁকে অস্ত্র আইনে করা মামলায় রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ডের শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন আজ শনিবার প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ২ নম্বর সেকশনের রাইনখোলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ঢাকা কমার্স কলেজের সামনের একটি বাড়ি থেকে ৯টি গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। ফারুক এই অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় ফারুকের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠান। তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে আগের একটি মামলাও আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মিরপুরে এক যুবক গ্রেপ্তার, পরে অস্ত্র উদ্ধার