বিশ্বের শতাধিক দেশের মতো ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দেশেও কয়েকটি সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা উদ্যমে উত্তরণে শতকোটি দিবস (ওয়ান বিলিয়ন রাইজিং) উদ্‌যাপন করেছেন। এ দিবস উদ্‌যাপনে মানববন্ধনের পাশাপাশি সৃজনশীল আয়োজন ‘হিম্মতি মাই’ আয়োজন করেছে সংগঠনগুলো।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সম্মুখে সাংগাত বাংলাদেশ এবং ওবিআর বাংলাদেশের উদ্যোগে এ দিবস পালন করা হয়। এ সময় সংস্কৃতি ও মানবাধিকারকর্মীরা লাঠি মাটিতে ঠুকে আওয়াজ তুলে অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদী স্লোগান দেন। সাংগাতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজনে অংশ নিয়ে নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ‘বিশ্বের এক শর বেশি দেশে ওয়ান বিলিয়ন রাইজিং দিবস উদ্‌যাপন করা হচ্ছে। বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসও। একই সঙ্গে আজ বিশ্বব্যাপী ভালোবাসা দিবসও উদ্‌যাপিত হচ্ছে। কিন্তু বছরে এক দিন গোলাপ উপহার দিয়ে ভালোবাসা জানিয়ে বাকি ৩৬৪ দিন নারীর প্রতি সহিংসতা এবং অসম্মান প্রদর্শন করে ভালোবাসা দিবস পালন অর্থহীন। নারীকে ঘরে বন্দী রাখা যাবে না, তারা সম্মানের সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত হবে। তাই নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে যুক্ত হতে হবে।’

প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার বলেন, এই একবিংশ শতাব্দীতে এসেও নারীকে তার প্রাপ্য সম্মানের জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। পিতৃতান্ত্রিক সমাজের সব প্রতিষ্ঠান নারীকে দমন করার যন্ত্র হিসেবেই কাজ করে সব সময়। এই অন্যায় ও অন্যায্যতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আরও জোরালোভাবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন নারী সংস্কারবিষয়ক কমিশনের সদস্য নীরূপা দেওয়ান, নারীপক্ষের সদস্য  কামরুন নাহার, প্রাগ্রসরের নির্বাহী পরিচালক ফওজিয়া খোন্দকার, ডিয়াকোনিয়ার নির্বাহী পরিচালক খোদেজা সুলতানা, কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক কাজী গুলশান আরা, থিয়েটার অ্যাকটিভিস্ট রিতু সাত্তার, একশনএইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুননাহার বেগম, থিয়েটার অ্যাকটিভিস্ট নায়লা আজাদ, পথিকৃৎ ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মাহফুজা হকসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ ছাড়া অনুষ্ঠানে বাদাবন সংঘ, কর্মজীবী নারী, ব্লাস্ট, নারীপক্ষ, বহ্নিশিখা, পথিকৃৎ ফাউন্ডেশন, সম্ভব ফাউন্ডেশন, অবয়ব, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, ডিয়াকোনিয়া, একশনএইড বাংলাদেশ, স্পার্ক (সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউটিস), হিম্মতি মাই, ঋদ্ধ ফাউন্ডেশন, সুইস কন্ট্যাক্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

জয়দেবপুর-মদনপুর বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের পলখান এলাকায় আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্বে দেন নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন। 

এসময় আরো বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন আকন্দ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। কর্মসূচিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সব শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, বাইপাস সড়কের পলখান থেকে বেলদী সংযোগ সড়ক দিয়ে স্থানীয় ১২টি গ্রামের বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। এ সড়কে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয় কয়েকটি মসজিদের মুসুল্লিরা যাতায়াত করে।  

কিন্তু জয়দেবপুর-মদনপুর বাইপাস সড়কটি ৮ লেনে উন্নীতকরণের নকশায় গুরুত্বপূর্ণ এ সড়কের সংযোগস্থলে রহস্যজনক কারনে কোন আন্ডারপাস রাখেনি। তাই অবিলম্বে নিরাপদ সড়ক পারাপারের জন্যে আন্ডারপাস বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার কথা মতো উপজেলা চলবে, কথা না শুনলি চাকরি কত্তি পারবা না’
  • ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার পাওনা, উল্টো বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশ
  • কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
  • কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন
  • কুয়েটে হামলা: জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
  • ‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে।’
  • রূপগঞ্জে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 
  • কুষ্টিয়ায় অবৈধ যান বন্ধের দাবিতে শিক্ষার্থী, অভিভাবকদের মানববন্ধন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগরে মানববন্ধন
  • সুনামগঞ্জ-সিলেট সড়কে কর্মবিরতির ডাক