চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
Published: 14th, February 2025 GMT
চট্টগ্রামের হালিশহর এলাকায় প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ডিভিশনের ডিজি আব্দুল মালেক।
এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে হালিশহর এলাকার ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার সাত তলা ভবনে নিচতলায় অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.
তিনি আরও বলেন, যে স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে প্লাস্টিকের ক্যারেট রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফ্রান্সজুড়ে ডানপন্থীদের বিক্ষোভের ডাক
ফ্রান্সের ডানপন্থী পার্টি ন্যাশনাল র্যালি (আরএন) নেতা জর্ডান বারডেলা দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। দলটির প্রধান মারিন লো পেনের বিরুদ্ধে আদালতের আদেশের বিরুদ্ধে এ সপ্তাহে বড় বিক্ষোভ করার ডাক দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে মারিন লো পেনকে সাজা দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।
আদালত লোর ওপর সরকারি দায়িত্ব পালনে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করেছেন। গত সোমবার প্যারিসের একটি আদালত এ রায় দেন। এর ফলে তিনি ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। তবে আদালতে আপিল করে জিতে গেলে তাঁর জন্য নির্বাচনে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।
মাইকেল বি জর্ডান