বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু ইউনিয়ন কর্মীদের বার্ষিক সাধারণ স্থগিত করা হয়েছে। শুক্রবার থেকে রাজধানীতে ২ দিনব্যাপী এ সভা হওয়ার কথা ছিল। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার লোটাসের সই করা বিজ্ঞপ্তিতে সভা স্থগিত করার তথ্য জানানো হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিমানের প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে বার্ষিক সাধারণ সভা করার অভিযোগ উঠেছে কেবিন ক্রু ইউনিয়ন কিছু কর্মীর বিরুদ্ধে। এ ছাড়া সংগঠনটির কয়েকজন নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে বিমানের লিগ্যাল শাখা। এজন্য বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আশুলিয়ায় অভিনেতা গুলিবিদ্ধ

আশুলিয়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাভারের আশুলিয়ায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ৩৪ বছরের এই অভিনেতা।

গুলিবিদ্ধ আজাদকে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে তিনটার দিকে জিরাবো এলাকায় অভিনেতার বাড়িতে হানা দেয় একদল দুর্বৃত্ত।

আরো পড়ুন:

মন দুয়ারী নাটক নাকি সিনেমা, নির্মাণের সময় ভাবিনি: জাকারিয়া সৌখিন

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: কে কত ভোটে বিজয়ী হলেন

অভিনেতা আজাদ জানান, ঘরের গ্ৰীল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। কারো উপস্থিতি টের পেলে দুর্বৃত্তরা অভিনেতাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে যোগাযোগ করা হয় আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকের সঙ্গে। তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেননি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ