আপনারা প্রতিবাদী হউন, কঠোর হস্তে দমন করা হবে : রাজিব
Published: 14th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুুকুল ইসলাম রাজিব বলেন, এই নিউ আইলপাড়া এলাকাটি শিল্পাঞ্চল হিসাবে গড়ে উঠেছে। যার ফলে বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা বেড়েছে। এজন্য এলাকাবাসী হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। যারা বিভিন্ন এলাকা এসে থাকেন তাদের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে পারে তা নিশ্চিত করা।
বেশ কিছু দিন ধরে শুনছি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হচ্ছে। যারা গামের্ন্টস কর্মরত আছে তারা প্রায় সময় ছিনতাইয়ের স্বীকার হোন। জানি না কারা তারা।
সকলের উদ্দেশ্য বলতে চাই, এই দেশটা আমার, আপনার, সবার। তাই সকলের দায়িত্ব রয়েছে। আপনারা যদি এলাকার সমস্যা সমাধান করতে না চান, এলাকার পরিবেশ সুন্দর এবং সবার কাছে দৃষ্টান্ত করার পরিবেশ না চান, তাহলে কোনো কিছু করা সম্ভব না।
তাই সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু মুষ্টিমেয় লোক আছে যারা এই পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে নিজে না পারলেও বাইরে থেকে কিছু মানুষকে দাওয়াত দিয়ে অপর্কম করার চেষ্টা করছে। দয়া করে আপনারা প্রতিবাদী হউন।
প্রতিবাদী হয়ে কোনো হুমকি সম্মুখীন হলে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সে যেই হউক যতবড় শক্তিশালী নেতা হউক, তাকে কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নাসিক ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুম্মার নামাজের বয়ান শেষে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশটা আমার সবার, সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের কল্যানের জন্যই রাজনীতি। নিজেদের চাওয়া পাওয়া মূখ্য বিষয় না।
আজকে যারা বিএনপি নেতৃত্বে আছেন। তারাই জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্বকারী। তারা অসহায় মানুষের পাশে দাড়াবে। তাহলেই মানুষ বিএনপি প্রতি আস্থা পাবে। যারা কোনো রাজনৈতিক দলের সাথে না সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেওয়া রাজনৈতিক দলের নেতা কর্মীদের দায়িত্ব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ব এনপ ন র য়ণগঞ জ এল ক র আপন র
এছাড়াও পড়ুন:
প্রকাশিত প্রতিবদেন নিয়ে ঢাকা জেলা পুলিশের ব্যাখা
'পুলিশকে বাঁচাতে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন, শিক্ষার্থীরা ক্ষুব্ধ' শিরোনামে বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের ব্যাখা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খায়রুল আলম স্বাক্ষরিত পত্রে গতকাল বলা হয়-বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যার ঘটনার মামলাসমূহ পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট। মামলার তদন্ত কার্যক্রম চলমান। তদন্তে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।
‘পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বাঁচাতে এমন বিতর্কিত প্রতিবেদন দেওয়া হয়েছে’–এই উদ্ধৃতির প্রতিবাদ জানানো হয়। সংশ্লিষ্ট ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এরই মধ্যে তিনজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার তথ্য থাকায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছেন। অন্যদের বিরুদ্ধে তদন্তের কাজ চলমান।
বাংলাদেশ পুলিশ জনাকাঙ্খা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদস্যরা নিজেরা নির্ঘুম থেকে জনগণের শান্তির ঘুম নিশ্চিত করে, ঈদ-পূজা-পার্বনের আনন্দ উপভোগ করা থেকে পরিবার-পরিজনকে বঞ্চিত করে জনগণের আনন্দ উপভোগ নিশ্চিত করে। করোনাকালে মানবিক বিপর্যয়ের সময় পুলিশ নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এরকম অজস্র উদাহরণ রয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অগ্রগতির বিষয়ে পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন কোনও কথা বলেননি।