ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে বাধা দিতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন জন যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসটি মানিকগঞ্জ থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে বাসটি পুলিশ টাউনের কাছে পৌঁছায়। সেখানে সেতুর আগে যাত্রী তুলতে বাসটি থামান চালক। এসময় ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে দুজন ব্যক্তি বাসে ওঠে। বাসে উঠেই তারা সামনের দিকে থাকা যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, মানিব্যাগ ও নারী যাত্রীর গলার চেইনও ছিনিয়ে নেয়। 

এক পর্যায়ে তারা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা তাদের হাতের ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করলে কয়েকজন আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়। 

ভুক্তভোগী এক নারী যাত্রী বলেন, “সাভারের ডেইরি গেট স্টপেজ থেকে ধানমন্ডি যেতে বাসটিতে উঠি। ব্যাংক টাউন পার হওয়ার পর দুই ছিনতাইকারী বাসে ওঠে। তারা বাসের সামনের দুজনের জন্য ‘সমস্যা’ উল্লেখ করে বাকিদের সমস্যা নেই বলে জানায়। এরপর তারা ওই দুজনসহ বাসের অনেকের মুঠোফোন, মানিব্যাগ কেড়ে নেয়। আমার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। একজন বাধা দেওয়ার পর অন্যরাও এগিয়ে আসে। তখন তারা আরও কয়েকজনকে ছুরিকাঘাত করে।”

বাসের যাত্রী আলকামা আজাদ বলেন, “যাত্রী নেওয়ার জন্য সাভার ব্যাংক টাউন ও পুলিশ টাউনের মাঝামাঝি সেতুর কাছে বাসটি থেমেছিল। তখনই ছুরি হাতে দুজন ছিনতাইকারী বাসে ওঠে। তারা যাত্রীদের কাছ থেকে মোবাইল, ম্যানিব্যাগ ও চেইন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেয়। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে তাদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দুজনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক যখম হয়েছে। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।”

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জন য ত র

এছাড়াও পড়ুন:

বাজি ফাটানো নিয়ে দ্বিতীয় দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত

মাদারীপুরের রাজৈরে বাজি ফাটানো নিয়ে দ্বন্দ্বের জেরে টানা দুই দিন ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত অর্ধশত আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ১০/১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ

  • গাইবান্ধায় নকলের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার
  • কলমাকান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেপ্তার
  • জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
  • মিরসরাইয়ে আ.লীগের তিন নেতার বাড়িতে ভাঙচুর, আহত ২
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে কিশোরগ্যাংয়ের হামলা, আহত ৪
  • শরীয়তপুরে আবারো ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ
  • বাজি ফাটানো নিয়ে দ্বিতীয় দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত
  • ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিকদের ভাঙচুর
  • ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ ব্যারিস্টার তুরিন আফরোজকে