বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে আসা চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে আটকের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবারের এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান কেন্দ্রে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়োগ পরীক্ষা ছিল। এ সময় কেন্দ্রে অন্যের প্রক্সি পরীক্ষা দিতে এসে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য আটক হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে বিমান।

এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে জানান, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী সজিব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিএফ শাহীন কলেজ তেজগাঁও কেন্দ্রে পরীক্ষার্থী মো.

মনিরুজ্জামান (২৮) ব্লটুথ ডিভাইজের সাহায্যে বাহির থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকে কাফরুল থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হন জনৈক আরিফুল ইসলাম (২৯)। তাকে বিমান বন্দর থানা পুলিশের নিকটে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারইলাইন্সের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত এবং আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক পর ক ষ

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও কার্তুজ উদ্ধার

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় জেলা সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সঙ্গীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে স্থানীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি এলজি (বন্দুক) ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ