পাঠক প্রিয়তা পাচ্ছে সাব্বির সেন্টু’র ‘স্বপ্নভরা দুটি চোখ’
Published: 14th, February 2025 GMT
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে কথা সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর উপন্যাস গ্রন্থ ‘‘স্বপ্নভরা দুটি চোখ’’। নারী নেতৃত্ব নিয়ে লেখা বইটি ইতোমধ্যে পাঠক মহলে বেশ সাড়া পেয়েছে। ‘‘রকমারি ডটকম’’ ও ‘‘বই সদাই’’সহ বিভিন্ন অনলাইনেও বইটি ধুম বেচাকেনা চলছে।
বইটি প্রকাশিত হয়েছে ঢাকার সিদ্ধেশ্বরীর ১২০ আউটার সার্কুলার রোডের তুষার ধারা প্রকাশনী থেকে। যার প্রকাশনায় ছিলেন প্রকাশক আমিনুল ইসলাম মামুন। হার্ডকভার বাইন্ডিংয়ের চার ফর্মার এই বইটির দাম রাখা হয়েছে ২২৫টাকা।
বইমেলায় ২৫%কম মূল্যে পাওয়া গেলেও অনলাইনে তারচেয়ে আরো ৩% কমে ক্রয় করা যায়। একুশের বইমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দ্দী উদ্যানের ৫৫৮ ও ৬৬৯নং স্টলে। বইটি নিয়ে কথা হয় এটির প্রকাশক আমিনুল ইসলাম মামুনের সঙ্গে।
তিনি জানান,তথ্য প্রযুক্তির যুগে এতো এতো বইয়ের ভিড়ে স্বপ্নভরা দুটি চোখ মেলার পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে বেশ। একজন লেখকের এরচেয়ে সফলতা আর কি হতে পারে। শেষ পর্যন্ত বইটির সম্মানজনক সেল হবে বলে আশা করি।
লেখক সাব্বির আহমেদ সেন্টু বলেন,বর্তমান সময়ে বইয়ের পাঠক তেমন নেই বললেই চলে। মেলায় প্রতিদিন যে সকল লোকের আনাগোনা দেখা যায় তাদের অধিকাংশই ঘুরতে কিংবা টাইম পাস করতে আসা দর্শনার্থী। প্রকৃতপক্ষের যদি তারা কিনতে আসতো তাহলে সব লেখকের মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ১লাখের মতো বই বিক্রি হতো।
তবে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমার বইয়ের কাটতি হচ্ছে। কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই যেভাবে চলছে মন্দের ভাল। তিনি আরো বলেন,আসলে বই বিক্রির বিষয়টি আগে ভাল ছিল এখন মানুষ তেমন একটা পড়েও না আবার কেউ কাউকে উপহার দেয় না।
অথচ এমন একটা সময় ছিল যখন মানুষ বিয়ে,জন্মদিন,মুসলমানি এমনকি প্রিয়জনকেও এই বই উপহার দেয়া হতো। আমি মনে করি আগের মতো বই উপহার দেয়াটা বাধ্যতামূলক করা উচিত। সরকারিভাবে এই উদ্যোগটি কাজে লাগানো যেতে পারে। এইরকম একটা কিছু হলে হয়তোবা লেখকের মূল্যায়নটা অনেকাংশে বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ছড়াকার ও উপন্যাসিক সাব্বির আহমেদ সেন্টুর স্বপ্নভরা দুটি চোখ উপন্যাস গ্রন্থ ছাড়াও ইতোমধ্যে আরো ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো: শতাব্দীর শ্লোগান ১৪০০,স্নেহের নক্ষত্র,ছড়ার বুলেট ও শর্ট স্ক্রিপ্ট।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
তিতাস গ্যাসে চাকরি, অফিস সকাল ৯টা থেকে বেলা ১টা
পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিতাস ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএসএমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
তিতাস গ্যাসের ‘মেডিকেল রিটেইনার’ পদটি খণ্ডকালীন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এ পদে কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত।
প্রার্থীর বয়স: ১০ এপ্রিল ২০২৫–এর মধ্যে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৯ বছর হতে হবে।
আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয় ৩ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা*সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসসহ ১ বছরের ইন্টার্নি থাকতে হবে।
*বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন ২০২৫ সাল পর্যন্ত নবায়নকৃত হতে হবে।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, আবেদন করেছেন কি, পদ ৩৩৫১ ঘণ্টা আগেআবেদন ফিটেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ২২৩ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫, বিকেল ৫টা।
বি. দ্র. এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি পিএলসির ওয়েবসাইটে ১৫/০৫/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (সূত্র নং-২৮.১৩.০০০০.০৫৩.১১.০০১.২৪/২৯৯৪, তারিখ: ১৫/০৫/২০২৪) বাতিল করা হলো।