কমিউনিটির গল্প নিয়ে চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর শুরু হচ্ছে
Published: 14th, February 2025 GMT
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)’।
১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী মূল আয়োজন। এবারের ফেস্টিভ্যালের থিম ‘কোস্টাল লাইফ’ (উপকূলীয় জীবন), যেখানে বাংলাদেশের উপকূলীয় সম্প্রদায়ের মানুষের প্রতিকূলতা, সংস্কৃতি, সহনশীলতা ও জীবিকা নিয়ে আলোকপাত করা হবে। ১৯ ফেব্রুয়ারি আয়োজনের বিশেষ পর্ব হিসেবে মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে থাকবে নির্বাচিত কনটেন্টের বিশেষ প্রদর্শনী। সম্প্রতি আয়োজিত ‘মিট দ্য প্রেস’–এ এসব তথ্য জানানো হয়।
এবারের উৎসবে ১৮টি দেশ থেকে সর্বমোট ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে উপকূলীয় মানুষের গল্পগুলোকে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে।
‘সিডিএসটিএফ’–এর প্রধান উপদেষ্টা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, ‘সিডিএসটিএফের উদ্দেশ্য ছিল সমাজের জন্য কাজ করা। ধীরে ধীরে আমরা এটি বাস্তবায়ন করছি। বর্তমানে আমাদের এই প্রকল্প সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা আশাবাদী, ভবিষ্যতে এটি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়বে।’
গতবারের মতো এবারেও উৎসবে অংশগ্রহণের জন্য ছিল চারটি ক্যাটাগরি—ইনডিপেনডেন্ট, ডিআইইউ বেস্ট কমিউনিটি ডিজিটাল স্টোরি, ওয়ান-মিনিট এবং সাংবাদিকতা। বিজয়ীদের জন্য রয়েছে মোট ৪০ হাজার টাকা।
সিডিএসটিএফের আহ্বায়ক এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কাবিল খান বলেন, ‘সিডিএসটিএফ বাংলাদেশের প্রথম ক্রাউডফান্ডিং ফিল্ম ফেস্টিভ্যাল, যেটিকে এ পর্যায়ে নিয়ে আসতে এক বছরের বেশি সময় ধরে কাজ করতে হয়েছে। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এই সিজন ইতিমধ্যেই প্রথম সিজনকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে।’
এবারের উৎসবের বিচারক প্যানেলে রয়েছেন চ্যানেল–২৪-এর সাংবাদিক এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আশ্বাস এম এ চৌধুরী, স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার এবং অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসার।
উৎসবের সমন্বয়ক নাঈম হাসান বলেন, ‘সিডিএসটিএফ সিজন দুইয়ের এই সাফল্য প্রমাণ করছে যে আবেগ এবং দলবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কী অর্জন করা সম্ভব।’
উৎসবের পরিচালক ইকবাল হোসেন জানান, ‘এটি জেএমসি বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত একটি ফেস্টিভ্যাল। বাংলাদেশের প্রথম ক্রাউডফান্ডিং ফেস্টিভ্যাল হিসেবে আমরা এটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল জনগোষ্ঠীর গল্প বলার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
এবারের চলচ্চিত্র উৎসবের কৌশলগত অংশীদার প্রথম আলো ডটকম এবং ইউএনডিপি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র র উৎসব র ব দ কত প রথম
এছাড়াও পড়ুন:
‘এমন উৎসব আরও বেশি হওয়া উচিত’
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আরিবা বিলকিসকে নিয়ে মেরিল বেবি-প্রথম আলো বর্ণমেলায় এসেছিলেন রাশেদুল হাসান ও আমেনা হক দম্পতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে তাঁরা নিয়মিত দর্শনার্থী; আসেন ২০১৮ সাল থেকে। এই দম্পতি বললেন, কখন এই উৎসব হবে, তাঁরা বছরজুড়ে অপেক্ষায় থাকেন। শিশু-কিশোরদের ইতিহাসচর্চা ও মানসিক বিকাশের এমন আয়োজন আরও বেশি করা উচিত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে আজ শুক্রবার দিনভর চলে ‘বর্ণমেলা ২০২৫’। ঢাকার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত বর্ণমেলায় সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘মেরিল বেবি’।
এই আয়োজনে ঐতিহ্যবাহী নানা খেলা, বাংলা স্ক্র্যাচ কর্মশালা, বর্ণরোবটের সঙ্গে শরীরচর্চা, বর্ণ উপহার, মস্ত বর্ণ, খাবারে-পোশাকে বর্ণ, কাগজের ইশকুল, বর্ণমুখোশ, বর্ণে নাগরদোলা, বাবুল্যান্ড, গুফি ওয়ার্ল্ড, কিডস টাইম, জলপুতুল পাপেট, ঢাকা পাপেট থিয়েটার, কাকতাড়ুয়া পাপেট, জাদু, গানসহ ছিল বিচিত্র আয়োজন।
বর্ণমেলায় শিশু–কিশোরদের জন্য ছিল এই লুডু খেলার আয়োজন। ঢাকা, ২১ ফেব্রুয়ারি