ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন মাহমুদ বাবু। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর পেছনে বসেছিলেন তার প্রেমিকা। পথে রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর ঘটে দুর্ঘটনা। হঠাৎ কনটেইনারবাহী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন দু’জন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানান, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর ২টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানা পশ্চিমের উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) সকালে সানারপাড় রহিম মার্কেট এলাকা ঈদ পূর্নমিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলমের সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় কয়েকশত নেতা কর্মীদের নিয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। 

বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোষররা কিন্তু ঘাপটি মেরে পালিয়ে আছে, দেশের জনগনের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমার্ন করতে চায়। তাই আসুন সৎ যোগ্য লোককে নির্বাচিতর মধ্যে দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনি। 

এসময় তিনি আরও বলেন বিগত ৫৪ বছর এক গল্প শুনিয়ে আমাদের দেশের মুসলিম উম্মাহকে দ্বিখণ্ডিত করে রেখেছিল, বর্তমান সচেতন সমাজ এখন আর পুতিমালার গল্প শোনেনা। তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করি। 
 

সম্পর্কিত নিবন্ধ