বিদেশ সফরে লাগেজে বেশি ওজন বহন করা যাবে না—কোহলি-রোহিতদের দেওয়া বোর্ডের নির্দেশনার মধ্যে এমন একটি বিষয়ও ছিল। ক্রিকেটারদের মাঠের খেলার সঙ্গে এর সম্পর্ক কী?

কেন এই নিয়ম বিসিসিআইকে চালু করতে হলো, সেটি জানা গেল ভারতের সংবাদমাধ্যম জাগরণের একটি প্রতিবেদনে। গত বছরের শেষে হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে ঘটা একটি ঘটনাই এমন নিয়ম করতে বিসিসিআইকে উদ্বুদ্ধ করেছে।

ঘটনাটি ঘটিয়েছেন ভারতের এক তারকা ক্রিকেটার। বোর্ডার গাভাস্কার ট্রফির সফরের সেই ক্রিকেটার ২৭টির বেশি ব্যাগ নিয়ে সফর করেছিলেন। যে ব্যাগে শুধু তাঁর নিজের জিনিসপত্রই নয়, ছিল পরিবারের অন্য সদস্যদের ব্যক্তিগত জিনিসপত্রও। সব মিলিয়ে তাঁর ব্যাগের ওজন ছিল ২৫০ কেজি। যার জন্য বিসিসিআইকে অতিরিক্ত খরচ করতে হয়েছে।

বোর্ডার গাভাস্কার ট্রফির ব্যর্থতা ভারতের ক্রিকেটে অনেক কিছুই বদলে দিয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশজুড়ে ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

দেশের ৪ জেলা এবং ৩ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল রবিবার কয়েকটি জেলায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়েছে। কিছু এলাকায় অপরিবর্তিত ছিল। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনেও গতকালের মতো তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে। তবে আজ তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কোনো পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল রবিবার দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবারের (৩১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবারের (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

ঢাকা/হাসান//

সম্পর্কিত নিবন্ধ