বিদেশ সফরে লাগেজে বেশি ওজন বহন করা যাবে না—কোহলি-রোহিতদের দেওয়া বোর্ডের নির্দেশনার মধ্যে এমন একটি বিষয়ও ছিল। ক্রিকেটারদের মাঠের খেলার সঙ্গে এর সম্পর্ক কী?

কেন এই নিয়ম বিসিসিআইকে চালু করতে হলো, সেটি জানা গেল ভারতের সংবাদমাধ্যম জাগরণের একটি প্রতিবেদনে। গত বছরের শেষে হওয়া বোর্ডার গাভাস্কার ট্রফিতে ঘটা একটি ঘটনাই এমন নিয়ম করতে বিসিসিআইকে উদ্বুদ্ধ করেছে।

ঘটনাটি ঘটিয়েছেন ভারতের এক তারকা ক্রিকেটার। বোর্ডার গাভাস্কার ট্রফির সফরের সেই ক্রিকেটার ২৭টির বেশি ব্যাগ নিয়ে সফর করেছিলেন। যে ব্যাগে শুধু তাঁর নিজের জিনিসপত্রই নয়, ছিল পরিবারের অন্য সদস্যদের ব্যক্তিগত জিনিসপত্রও। সব মিলিয়ে তাঁর ব্যাগের ওজন ছিল ২৫০ কেজি। যার জন্য বিসিসিআইকে অতিরিক্ত খরচ করতে হয়েছে।

বোর্ডার গাভাস্কার ট্রফির ব্যর্থতা ভারতের ক্রিকেটে অনেক কিছুই বদলে দিয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শওকত আলী আর নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। আজ রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন তার ছেলে ফারাহাত শওকত।

তিনি জানান, বছর দুয়েক আগে তারা বাবা শওকত আলী স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শওকত আলী ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর পর ১৯৬৪ সালে কিছুদিন সাংবাদিকতা করেন। পরের বছর যোগ দেন অধ্যাপনায়। এরপর ১৯৬৬ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগ দিয়ে সরকারি বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

২০০১ সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সরকারি চাকরি থেকে শওকত অবসর গ্রহণ করেন। এরপর তিনি গবেষক ও পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। কৃষি, খাদ্য, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও মানবাধিকার সংক্রান্ত নিয়মিত কলাম লিখতেন পত্রিকায়।

সম্পর্কিত নিবন্ধ