নাটোরে পিটুনি দিয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন ছাত্র-জনতা
Published: 14th, February 2025 GMT
নাটোরে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবলীগের নেতা আবদুর রাজ্জাক ওরফে ডাবলুকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্র-জনতা। আজ শুক্রবার দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আবদুর রাজ্জাক নাটোর পৌর যুবলীগের সভাপতি ও শহরের গাড়িখানা মহল্লার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে আবদুর রাজ্জাক গাড়িখানা জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কতিপয় তরুণ তাঁকে আটক করে বেধড়ক মারধর করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে থানায় নিয়ে যায়। বিকেলে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গাড়িখানা মসজিদের সামনে থেকে আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাঁকে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ র র জ জ ক
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ বিনির্মাণে আমূল সংস্কার দরকার: আখতার হোসেন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরে আমূল সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “গণহত্যার বিচার এ সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করবে। তাই দেশ থেকে গণহত্যার সংস্কৃতি নির্মূল করতে হলে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ হলরুমে এনসিপির উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, ছাত্র-জনতা, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে।’’
তিনি বলেন, ‘‘আগামী দিনে বিচারিক কার্যক্রম সহজ করতে রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা চালু করা এবং শ্রমঘন শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এনসিপি।”
এ সময় আখতার হোসেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন এবং দলের নেতাকর্মীদের নতুন পরিকল্পনার বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ঢাকা/আমিরুল/রাজীব