লোভে পড়ে বিশ্বকাপ ফাইনালে বেশি সময় খেলা চালিয়েছিলেন রেফারি
Published: 14th, February 2025 GMT
পিয়েরলুইজি কোলিনা—ফুটবলপ্রেমীদের কাছে নামটা চেনা চেনাই লাগার কথা। তাঁর চেহারাটাও হয়তো অনেকের মনে গেঁথে আছে। মুণ্ডিত মস্তক আর নীল চোখের কোলিনা আন্তর্জাতিক ফুটবলে ১০ বছর রেফারিং করেছেন। অসাধারণ রেফারি হিসেবে বেশ সুনাম ছিল তাঁর। ১৯৯৮ সাল থেকে ২০০৩—টানা ছয় বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাস্টিকসের ‘বিশ্বসেরা রেফারির’ খেতাব জিতেছেন।
নিখুঁত আর নির্ভুল রেফারিংয়ের জন্য যেমন সুনাম ছিল কোলিনার, তেমনি তাঁকে সবাই চিনতেন কঠোর এক রেফারি হিসেবেও। পান থেকে চুন খসলেই খেলোয়াড়দের হলুদ কার্ডের শাস্তি দিতেন। সেই কোলিনাই কিনা ২০০২ বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করতে গিয়ে লোভে পড়ে একটা ইচ্ছাকৃত ভুল করেছিলেন!
জার্মানিকে ২–০ গোলে হারিয়ে ২০০২ বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেইমার বিশ্বকাপ খেলতে চাইলে ত্যাগ স্বীকার করতে হবে: রোনালদো
দীর্ঘ ১৭ মাস পরে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন তিনি। সান্তোসে যোগ দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিতেই নতুন ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ওই ইনজুরির সময়ে তাকে বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে ওই পার্টির রাতে তিনি প্রত্যারণা করে অন্য নারীর সঙ্গে সময় কাটিয়ছেন।
অথচ নেইমার সান্তোসে ফিরেছেন ফর্মে ফেরার আশা নিয়ে এবং ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলার সংকল্প নিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন রোনালদো দ্য ফেনোমেনন।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার আগামী বিশ্বকাপে থাকবে। নেইমার অসাধারণ এক প্রতিভা। কিন্তু তাকে (ব্রাজিলের জন্য) নিজেকে উৎসর্গ করতে হবে। এটা (বিশ্বকাপে খেলা) তার হাতে।’
নেইমারের মতো ভয়াবহ সব ইনজুরি পার করেছেন ব্রাজিলের এই রোনালদোও। ১৯৯৮ বিশ্বকাপে ফাইনালে তিনি ইনজুরি নিয়ে খেলেছেন। যদিও চ্যাম্পিয়ন হতে না পারায় তার ইনজুরিকেই দায়ী করা হয়। ২০০২ বিশ্বকাপের ফাইনালেও তার ইনজুরি ছিল। ইনজুরি থেকে প্রতিপক্ষের মনোযোগ সরাতে অদ্ভূত হেয়ার স্টাইল করেছিলেন রোনালদো নাজারিও।
নেইমারকে কী কী ত্যাগ স্বীকার করতে তা উল্লেখ করে ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘কেবল ত্যাগের বিনিময়ে সে বিশ্বকাপে যেতে পারবে। বিশ্বকাপের বাকি আর এক বছর। সে ভালো অবস্থানে থেকে বিশ্বকাপে গেলে আমাদের (ব্রাজিলের) ভালো সুযোগ আছে। সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিক মতো অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে।’