২৮ রানে ৭ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
Published: 14th, February 2025 GMT
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ঠিক উল্টো চিত্র দেখল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে স্টিভেন স্মিথের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা।
কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে (১০১) ভর করে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা অপরাজিত ৭৮ রান করেন, আর ওপেনার নিশান মাদুশকা করেন ৫০ রান। শেষদিকে জানিথ লিয়ানেগের ৩২ রান দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার চার বোলার একটি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানের মধ্যে সাজঘরে ফেরে ম্যাথু শর্ট, জেইক ফ্রেসার ম্যাগার্ক ও হেড। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্মিথ, দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ইংলিশের ব্যাট থেকে। শেষ ২৮ রান নিতে তারা হারিয়েছে ৭ উইকেট। এতে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েল্লালেগে ৪ উইকেট নেন, আসিথা ফের্নান্দো ও ভানিদু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট।
প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরা হয়েছেন আসালাঙ্কা। আর ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার এই দাপুটে জয়ে স্বাগতিকরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়াকে, যা দলটির জন্য বিশাল প্রাপ্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।