২৮ রানে ৭ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া
Published: 14th, February 2025 GMT
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ঠিক উল্টো চিত্র দেখল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা স্বাগতিকদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে স্টিভেন স্মিথের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৭৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা।
কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে (১০১) ভর করে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা অপরাজিত ৭৮ রান করেন, আর ওপেনার নিশান মাদুশকা করেন ৫০ রান। শেষদিকে জানিথ লিয়ানেগের ৩২ রান দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার চার বোলার একটি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানের মধ্যে সাজঘরে ফেরে ম্যাথু শর্ট, জেইক ফ্রেসার ম্যাগার্ক ও হেড। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্মিথ, দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ইংলিশের ব্যাট থেকে। শেষ ২৮ রান নিতে তারা হারিয়েছে ৭ উইকেট। এতে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েল্লালেগে ৪ উইকেট নেন, আসিথা ফের্নান্দো ও ভানিদু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট।
প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরা হয়েছেন আসালাঙ্কা। আর ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার এই দাপুটে জয়ে স্বাগতিকরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়াকে, যা দলটির জন্য বিশাল প্রাপ্তি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি ব্রাজিল
ম্যাচের আগে গালকাটা কথা বলেছিলেন ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনিয়া, ‘আমরা তাদের মাঠে হারাব, মাঠের বাইরেও হারাব।’ সঙ্গে তির্যক ভাষায় গালিও দিয়েছিলেন।
অথচ ম্যাচে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে আলবিসেলেস্তেরা ৪-১ গোলের জয় তুলে নিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে পা রেখেছে।
অন্য দিকে ব্রাজিলের সঙ্গী হয়েছে লজ্জা। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে এতো বড় হার আগে দেখেনি সেলেসাওরা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৪ মিনিটে গোল করেন হুলিয়ান আলভারেজ। ১২ মিনিটে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ। এরপর ম্যাচে গোলপোস্টে একমাত্র শট নিয়ে ২৬ মিনিটে এক গোল শোধ করে ব্রাজিল। ৩৭ মিনিটে ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার পক্ষে তৃতীয় গোল করেন। জুলিয়ানো সিমিওনে ৭১ মিনিটে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।