সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী কারাগারে
Published: 14th, February 2025 GMT
সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা) জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মো. জিন্নাতুল ইসলাম তালুকদার তাকে আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইয়াহইয়া চৌধুরীকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটিতে নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে জয়ী হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ইয়াহইয়া চৌধুরী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি তিনি। সেবার ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার মালদ্বীপের
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
গত বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, “দুই দেশের পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মালদ্বীপ প্রতিশ্রুতিবদ্ধ।”
মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সম্প্রসারিত সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।
ঢাকা/হাসান/মাসুদ