সাভারে অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এসব তথ্য জানিয়েছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম।
এর আগে, সাভারের সালেহপুর ইউটার্ণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে পলিথিন জব্দ করা হয়।
আটককৃত চালকের নাম মো.
হাইওয়ে পুলিশ জানায়, সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পলিথিন ভর্তি কাভার্ডভ্যান জব্দ করা হয়। পরে কাভার্ডভ্যানের ভেতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল। যার আনুমানিক দাম ৮ লাখ টাকা।
ঢাকা/সাব্বির/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষ, এক নারী নিহত
ছবি: প্রথম আলো