কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে। তারা বলছে, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় আজ শুক্রবার বিকেলে শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ কথাগুলো বলেন। বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?

রিজভী বলেন, বিএনপি বলেছে সংসদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা থাকবে। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে। এবং সেই রাজনৈতিক শক্তির বিকাশের মধ্য দিয়ে যত নির্বাচন আছে, সেগুলো হবে। কিন্তু বিতর্ক নিয়ে এসেছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে। তিনি বলেন, মাথা আগে নাকি লেজ আগে, সেটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করতে হবে কোনটা চালিকা শক্তি। মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে।

রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, তাহলে চরমপন্থার উত্থান হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক ব এনপ ক ষমত

এছাড়াও পড়ুন:

‘সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে। উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয়, তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছেন। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, তাহলে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এদেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীতে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ের মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।  

আমীর খসরু বলেন, “সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই। নতুন নতুন অনেক কথা শুনছি। কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো বলে, আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় নির্বাচন। আবার শুনি, তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এ সমস্ত কথা বলার সুযোগ নেই। তাদেরকে সেই জায়গায়, সেই দায়িত্ব কেউ দেয়নি।”    

আরো পড়ুন:

ইন্দ্রজিত সাহা
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করেছিল বিএনপি সরকার

আ.লীগের শাসনামলে দেশে কোনো নির্বাচনই হয়নি: দুলু

তিনি আরো বলেন, “বিএনপি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধ পরিকর। বিএনপির রাজনীতি এ দেশের মানুষের ওপর নির্ভরশীল। বর্তমান সরকারের একমাত্র দায়িত্ব আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।”

বিএনপির এই নেতা বলেন, তাদের (অন্তর্বর্তী) যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তাহলে তারা যে কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছে, সেগুলো আমরা আগামী সংসদে পেশ করতে রাজি আছি। সংসদে আলোচনা করে সবাই মিলে যেখানে সংস্কার প্রয়োজন সেটা করব। সবচেয়ে বড় কথা হলো, আমরা আমাদের ৩১ দফা বাস্তবায়ন করব। আমরা জাতির কাছে প্রতিজ্ঞা বদ্ধ। সংস্কারের ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।”    

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • প্রকাশিত প্রতিবদেন নিয়ে ঢাকা জেলা পুলিশের ব্যাখা
  • আধিপত্যের বিরুদ্ধে বাংলা ভাষা
  • নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই: জি এম কাদের
  • সংস্কারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করবেন না: আমীর খসরু
  • নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই: জিএম কা‌দের
  • নির্বাচনের আগে সংস্কারের প্রয়োজন নেই: জি এম কাদের 
  • সংস্কারের গল্প বলে কালক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু
  • সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সন্দেহ হচ্ছে: মির্জা ফখরুল
  • ‘সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকেছে’
  • হানিফের সহযোগী লিপটন আতঙ্ক ছড়াচ্ছে এখনও