লক্ষ্মীপুরের দুর্গম চরে ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প
Published: 14th, February 2025 GMT
লক্ষ্মীপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ওয়ালটন প্লাজা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজার ম্যানেজার এস, ইউ, এম মোস্তফা কামাল, ঝুমুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রাইজিং বিডি’র লক্ষ্মীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর লিটন।
চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।
ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক জানান, চরাঞ্চলের বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারেন না। এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় নদী পার হয়ে লক্ষ্মীপুরে যেতে হয়। তাদের সুবিধার্থে এই ক্যাম্পের আয়োজন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল বলেন, “ওয়ালটনের উদ্যোদে এমন একটি পদক্ষেপ গ্রহণ করায় চরবাসীরা আনন্দিত। মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেওয়া হয়। চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। এমন উদ্যোগ আগামীতে আরো বেশি বেশি গ্রহণ করা দরকার।”
ঢাকা/লিটন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভয় পেলে গেল স্পাইডার ম্যান!
প্রযোজনা সংস্থার পেজ থেকে