লক্ষ্মীপুরের দুর্গম চরে ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প
Published: 14th, February 2025 GMT
লক্ষ্মীপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে ওয়ালটন প্লাজা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর জিরো পয়েন্ট ওয়ালটন প্লাজার ম্যানেজার এস, ইউ, এম মোস্তফা কামাল, ঝুমুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো.
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রাইজিং বিডি’র লক্ষ্মীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর লিটন।
চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন।
ওয়ালটনের ডিভিশন-৫ এর সিডিও মির মো. গোলাম ফারুক জানান, চরাঞ্চলের বেশিরভাগ মানুষ চিকিৎসার অভাবে এবং দুর্গম এলাকা হওয়ায় ডাক্তারের কাছে যেতে পারেন না। এসব এলাকায় কেউ গুরুতর অসুস্থ হলে নৌকায় নদী পার হয়ে লক্ষ্মীপুরে যেতে হয়। তাদের সুবিধার্থে এই ক্যাম্পের আয়োজন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল বলেন, “ওয়ালটনের উদ্যোদে এমন একটি পদক্ষেপ গ্রহণ করায় চরবাসীরা আনন্দিত। মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেওয়া হয়। চরের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। এমন উদ্যোগ আগামীতে আরো বেশি বেশি গ্রহণ করা দরকার।”
ঢাকা/লিটন/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার সাদুল্যাপুরে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুসা মিয়া (২০)। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী মুসা মিয়া নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
আরো পড়ুন:
খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ
হাসপাতালে পৌঁছানো হলো না মা-ছেলের
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মাসুম/রাজীব