নাটোরে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলুকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। 

শুক্রবার দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে তাকে আটক করে ছাত্র-জনতা। এ সময় ডাবলুকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। ডাবলু নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি।  

ডাবলুর পরিবারের সদস্যরা জানান, জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার সময় ডাবলু ওপর হামলা ও মারধর করে অজ্ঞাতপরিচয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ডাবলুসহ সবুজ আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে থানায় নিয়ে যায়। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ডাবলুর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য বল গ য বল গ

এছাড়াও পড়ুন:

৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক

৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক, তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম বিএনপির অত্যান্ত নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যখনই সুযোগ পেতেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন।

তাজুল ইসলাম সামাজিকভাবে অত্যান্ত গ্রহনযোগ্য ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।

বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি  গভীর শোকা জানাচ্ছি। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
 

সম্পর্কিত নিবন্ধ