আরেকটি একপেশে ম্যাচ। পুরো সিরিজেই অবশ্য এমন হচ্ছে। টেস্ট সিরিজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। আর ওয়ানডে সিরিজে সেই অস্ট্রেলিয়াই মুখথুবড়ে পড়েছে শ্রীলঙ্কার কাছে।

প্রথম ওয়ানডেতে লঙ্কানদের কাছে ৪৯ রানে হারের পর আজ কলম্বোয় অস্ট্রেলিয়া হেরে গেছে ১৭৪ রানে। টসে জিতে ব্যাটিংয়ের নেমে চারিত আসালাঙ্কার দল তুলেছিল ২৮১ রান। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ১০৭।

ওয়ানডেতে এশিয়ায় যা অস্ট্রেলিয়ার সর্বনিম্ন, আর সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ২-০ ব্যবধানে।

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই সিরিজ মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। এরই অংশ হিসেবে অস্ট্রেলিয়া আজ দলে পরিবর্তন এনেছিল পাঁচটি। দলে ফেরেন ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনের কেউই অবশ্য রান পাননি। হেড করেছেন ১৮, ম্যাক্সওয়েল ১। সব মিলিয়ে প্রস্তুতিটাও ভালো হয়নি।

তাতে মূল খেলোয়াড়দের অবর্তমানে চ্যাম্পিয়নস ট্রফিতে অমীমাংসিত অনেক প্রশ্ন নিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে।

২৮১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে অস্ট্রেলিয়ার চাপে ছিল। বিশেষ করে ৩৩ রানের মধ্যে ম্যাথু শর্ট, জেইক ফ্রেসার ম্যাগার্ক ও হেড আউট হলে। এরপর জশ ইংলিশ ও স্টিভ স্মিথ ৪৬ রানের জুটি গড়েছিলেন। ইংলিশ ২২ রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলে এরপর কেউ দাঁড়াতেই পারেননি।

শেষ ২৮ রান নিতে তারা হারিয়েছে ৭ উইকেট। দলের সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক স্মিথের ব্যাটে। স্পিনার দুনিত ভেল্লালাগে নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন হাসারাঙ্গা ও আসিতা ফার্নান্দো।

গত ম্যাচে সেঞ্চুরি করা আসালাঙ্কা আজও খেলেছেন ৭৮ রানের ইনিংস। তবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মূল বিজ্ঞাপন ছিলেন কুশল মেন্ডিস। গলে সিরিজের শেষ টেস্টের দুই ইনিংসেই ফিফটি করা কুশল আজ পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

টসে জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কাকে শুরু থেকে তিনিই টেনেছেন। শুরুতে পাতুম নিশাঙ্কাকে হারালেও নিশান মাদুশকাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৮ রানের জুটি গড়েন মেন্ডিস। ৫১ রানে মাদুশকা আউট হওয়ার পর কামিন্দু মেন্ডিস আউট হন ৪ রান করে।

এরপর আসালাঙ্কার সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন মেন্ডিস। ১১৩ বলে সেঞ্চুরি করা মেন্ডিস ফেরেন ১০২ রানে। বাকি কাজটা সারেন আসালাঙ্কা ও জিনাত লিয়ানেগে। ৩৫ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে লিয়ানেগের অবদান ছিল ২১ বলে ৩২।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৮১/৪(মেন্ডিস ১০২, আসালাঙ্কা ৭৮*; অ্যাবট ১/৪১, জাম্পা ১/৪৭)।
অস্ট্রেলিয়া: ১০৭/১০(স্মিথ ২৯, ইংলিশ ২২; ভেল্লালাগে ৪/৩৫, হাসারাঙ্গা ৩/২৩)।
ফল: শ্রীলঙ্কা ১০৭৪ রানে জয়ী।
ম্যাচসেরা: কুশল মেন্ডিস।
সিরিজ–সেরা: চারিত আসালাঙ্কা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি টিম টাইগ্রেস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে বড় পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ করেছে আইরিশরা। জিততে হলে বাংলাদেশের লক্ষ্য ২৩৬ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে বোলিং পেয়ে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দলীয় ৬ রানেই ৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। ৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। 

তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস। অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হান্টার। ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে।  সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 

এরপর ৪র্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে ৭২ রানের জুটি গড়েন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দলীয় ১৪৯ রানে রাবেয়া খানের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ৪১ রানে ফেরেন পেন্ডারগেস্ট। এরপর লিহ পলকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন ডেলানি। তার বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ৭৫ বলে ৬৩ রান করেন ডেলানি। এরপর ছোট ছোট জুটিতে দলীয় স্কোর ২৩৫ রানে নিয়ে যায় আইরিশদের লোয়ার অর্ডার। ক্রিস্টিনা ১০, ক্যানিং ৪ রান করেন। ২৪ রানে কেলি ও ৭ রানে অপরাজিত থাকেন মাগুইরে।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেন রাবেয়া। ২টি ফাহিমার ও ১টি নেন জান্নাতুল ফেরদৌস

বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও মারুফা আক্তার।

সম্পর্কিত নিবন্ধ

  • টানা তিন জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • স্কটিশ বেশে বাঙালি কাঁটা প্রিয়ানাজকে রুখে জ্যোতিদের জয়
  • ছাত্রলীগ সন্দেহে চবির সাবেক শিক্ষার্থীকে মারধর, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
  • ছাত্রলীগ সন্দেহে চাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
  • নিষিদ্ধ সংগঠনের কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল চবি ছাত্রদল 
  • ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট দিয়ে প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা
  • ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল
  • রিতুর ব্যাটে নাটকীয় জয়, বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড