ভারত সফর শেষে দেশে ফিরে একটি বিশেষ উপহার পেলেন কেভিন পিটারসেনের ছেলে ডিলান পিটারসেন। উপহারটি পাঠিয়েছেন স্বয়ং বিরাট কোহলি। ভারতীয় তারকা ব্যাটসম্যানের দেওয়া স্বাক্ষরিত জার্সি হাতে পেয়ে উচ্ছ্বসিত ডিলান।  

সাবেক ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন সম্প্রতি ইংল্যান্ড-ভারতের সীমিত ওভারের সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ভারতে অবস্থান করছিলেন। সফর শেষে দেশে ফিরেই ছেলেকে উপহারটি দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ডিলানের সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করে পিটারসেন লিখেছেন, 'বাড়ি ফিরেই ডিলানকে কোহলির দেওয়া উপহার দিলাম, যা সঙ্গে সঙ্গেই পরে নিলো! দারুণ মানিয়েছে। ধন্যবাদ বন্ধু।'

ভারত সফরে ইংল্যান্ডের জন্য সময়টা মোটেই সুখকর ছিল না। জস বাটলারের নেতৃত্বাধীন দলটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাজিত হয় এবং ওয়ানডে সিরিজেও ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।  

সফর চলাকালীন ইংল্যান্ডের প্রস্তুতি নিয়ে কড়া সমালোচনা করেন পিটারসেন। ধারাভাষ্যের সময় ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী দাবি করেছিলেন, ইংল্যান্ড দল যথাযথ অনুশীলন করেনি। এরপর এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে পিটারসেন লিখেছিলেন, 'আমি হতবাক! প্রথম ওয়ানডেতে হারার পর এবং টি-টোয়েন্টি সিরিজ হারের পরও ইংল্যান্ড একটি মাত্র দলীয় অনুশীলন সেশনও করেনি! এটি কীভাবে সম্ভব? সিরিজে জো রুট ছাড়া আর কেউ কি নেটে ব্যাট করেছে?'

তিনি আরও লেখেন, 'এই দলে এমন কেউ নেই, যে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে যে সে ইংল্যান্ডকে জেতানোর জন্য তার সর্বোচ্চ দিয়েছে। অনুশীলন ছাড়া উন্নতি সম্ভব নয়। আর এ কারণে আজ আমি সত্যিই দুঃখিত। হার মানা ঠিক আছে, যদি প্রতিদিন উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করা হয়। কিন্তু যদি অনুশীলনই না করা হয়, তাহলে চেষ্টা করারও প্রশ্ন আসে না। এটি ইংল্যান্ডের যে কোনো সমর্থকের জন্য হৃদয়বিদারক!'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র ট ক হল ক ভ ন প ট রস ন র জন য উপহ র

এছাড়াও পড়ুন:

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ঢাকা উত্তর করপোরেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। একইসঙ্গে একটি সুন্দর নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তার জন্যও প্রার্থনা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

মোনাজাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে দোয়া করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, আমরা প্রার্থনা করি, আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, এবং পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা মুসল্লিদের সহায়তা প্রদান করছেন। 

সম্পর্কিত নিবন্ধ