কোহলির উপহার পেলেন পিটারসেনের ছেলে
Published: 14th, February 2025 GMT
ভারত সফর শেষে দেশে ফিরে একটি বিশেষ উপহার পেলেন কেভিন পিটারসেনের ছেলে ডিলান পিটারসেন। উপহারটি পাঠিয়েছেন স্বয়ং বিরাট কোহলি। ভারতীয় তারকা ব্যাটসম্যানের দেওয়া স্বাক্ষরিত জার্সি হাতে পেয়ে উচ্ছ্বসিত ডিলান।
সাবেক ইংলিশ ব্যাটসম্যান পিটারসেন সম্প্রতি ইংল্যান্ড-ভারতের সীমিত ওভারের সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ভারতে অবস্থান করছিলেন। সফর শেষে দেশে ফিরেই ছেলেকে উপহারটি দেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ডিলানের সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করে পিটারসেন লিখেছেন, 'বাড়ি ফিরেই ডিলানকে কোহলির দেওয়া উপহার দিলাম, যা সঙ্গে সঙ্গেই পরে নিলো! দারুণ মানিয়েছে। ধন্যবাদ বন্ধু।'
ভারত সফরে ইংল্যান্ডের জন্য সময়টা মোটেই সুখকর ছিল না। জস বাটলারের নেতৃত্বাধীন দলটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-৪ ব্যবধানে পরাজিত হয় এবং ওয়ানডে সিরিজেও ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।
সফর চলাকালীন ইংল্যান্ডের প্রস্তুতি নিয়ে কড়া সমালোচনা করেন পিটারসেন। ধারাভাষ্যের সময় ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী দাবি করেছিলেন, ইংল্যান্ড দল যথাযথ অনুশীলন করেনি। এরপর এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে পিটারসেন লিখেছিলেন, 'আমি হতবাক! প্রথম ওয়ানডেতে হারার পর এবং টি-টোয়েন্টি সিরিজ হারের পরও ইংল্যান্ড একটি মাত্র দলীয় অনুশীলন সেশনও করেনি! এটি কীভাবে সম্ভব? সিরিজে জো রুট ছাড়া আর কেউ কি নেটে ব্যাট করেছে?'
তিনি আরও লেখেন, 'এই দলে এমন কেউ নেই, যে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবে যে সে ইংল্যান্ডকে জেতানোর জন্য তার সর্বোচ্চ দিয়েছে। অনুশীলন ছাড়া উন্নতি সম্ভব নয়। আর এ কারণে আজ আমি সত্যিই দুঃখিত। হার মানা ঠিক আছে, যদি প্রতিদিন উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করা হয়। কিন্তু যদি অনুশীলনই না করা হয়, তাহলে চেষ্টা করারও প্রশ্ন আসে না। এটি ইংল্যান্ডের যে কোনো সমর্থকের জন্য হৃদয়বিদারক!'
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র ট ক হল ক ভ ন প ট রস ন র জন য উপহ র
এছাড়াও পড়ুন:
ব্যাটসম্যানরা ৩০০ করলেই বোলাররা পাকিস্তানকে আটকাতে পারবে
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সব আশাই শেষ হয়ে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যর কথা জানিয়ে দুবাই ও পাকিস্তান গেলেও আদতে প্রথম দুই ম্যাচ খুব বাজেভাবে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। হারটাও যেনতেন হার নয়। স্রেফ অসহায় আত্মসমর্পণ।
আইসিসি ইভেন্টে বাংলাদেশ শেষ কয়েক বছরে অন্তত একটি জয় পেয়েছে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। ২০১৯ বিশ্বকাপে জয় পেয়েছিল তিনটি। ২০২৩ বিশ্বকাপে জয় একটি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে একটি জয়ের সঙ্গে একটিতে পয়েন্ট ভাগাভাগি করে। এবার কি জয় ছাড়াই মিশন শেষ করবে বাংলাদেশ? আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দুই দল মুখোমুখি হবে। পাকিস্তানও কোনো ম্যাচ না জিতে এবারের আসর থেকে বিদায় নিয়েছে।
টুর্নামেন্ট বিবেচনায় ম্যাচটা ডেড রাবার। তবে দুই দল শেষটা ভালো করতে চায় অন্তত একটি জয় নিয়ে। বাংলাদেশের লক্ষ্য যে করেই হোক পাকিস্তানকে হারানো। এজন্য নিজেদের ভুলগুলো শুধরে মাঠ নামার কথা বললেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘‘আমরা আগে কি করেছি তা নিয়ে মোটেও চিন্তিত নই। আগামীকাল আমাদেরকে ভালো খেলতে হবে। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’
আরো পড়ুন:
আফগানদের ব্রিটিশ বধ
বাংলাদেশের কাছে হারলে অন্যরকম ‘বিব্রতকর’ রেকর্ড গড়বে পাকিস্তান
দুই ম্যাচে ব্যাটিং খরায় ভুগেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল তালগোল পাকানো। ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে আড়াইশও ছুঁতে পারেনি দলের রান। পাকিস্তানকে হারাতে হলে ব্যাটিংয়ে ভালো করতে হবে বলতে দ্বিধা করলেন না সালাউদ্দিন, ‘‘আমরা দুই ম্যাচেই ব্যাটিং ভালো করিনি। যা আমাদের জন্য উদ্বেগের জায়গা। প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডার ভালো করেনি। দ্বিতীয় ম্যাচে আমাদের মিডল অর্ডার ভালো করেনি। আমাদেরকে অতি দ্রুতই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। উইকেট ভালো আছে। আমার অনুভব হচ্ছে, কাল ব্যাটসম্যানরা ভালো করবে। আমার চিন্তার যত কারণ ব্যাটসম্যানদের ব্যাটিং। বোলাররা দুই ম্যাচেই ভালো করেছে। আশা করছি তারা আগামীকালও ভালো করবে।’’
ম্যাচ জয়ের জন্য দুই বিভাগকে সমানতালে জ্বলে উঠার কথা বললেন সালাউদ্দিন, ‘‘আপনি যদি জিততে চান আপনাকে দুই বিভাগে ভালো করতেই হবে। এখন পর্যন্ত আমাদের বোলিং বিভাগ ব্যাটসম্যানদের থেকে অনেক ভালো পারফর্ম করছে। আমি মনে করি আমাদের টপ এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানদের নিয়মিত রান করতে হবে। দেখা যাচ্ছে, আমাদের টপ অর্ডার একদিন ভালো করছে। সেদিন মিডল অর্ডার খারাপ করছে। আবার মিডল অর্ডার ভালো করলে টপ অর্ডার খারাপ করছে। এজন্য দুই বিভাগের পারফরম্যান্সের মেলবন্ধন থাকতে হবে। তাহলেই আমরা এই উইকেটে ৩০০ রান করতে পারব। যদি তা পারি তাহলে বোলার আটকে দিতে পারবে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল