বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের নির্মাণাধীন একটি কারখানার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিখোঁজ যুবকের নাম সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনা (২৫)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ি ঠাকুরবাড়ি গ্রামে। গত সোমবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।

রায়গঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া এই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি বালুচাপা দেওয়া ছিল। আজ শুক্রবার লাশটির ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত সুব্রত কুমারের ভাবি দোলনচাঁপা মণ্ডল বলেন, তাঁর দেবর একসময় মাদকাসক্ত ছিল। এখন তাঁর শরীরে টিবি ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাঁর দেবর বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন প্রথম আলোকে বলেন, ওই যুবকের নিখোঁজের ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ