গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠে বড় জামাতে অনুষ্ঠিত হলো তৃতীয় ধাপের ইজতেমার জুমার জামাজ। এ ধাপে অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসল্লি অংশ নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা শুরু হয়। আজ ভোরে ফজরের নামাজের পর মাওলানা সাত্তারের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এরপর ধাপে ধাপে চলে বয়ান।

তাবলিগ জামাতের মুসল্লিতে ভরে যায় ইজতেমা মাঠ। এর মধ্যে ইজতেমার জামাতের সঙ্গে জুমার নামাজ পড়তে আজ বেলা ১১টা থেকেই বিক্ষিপ্তভাবে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সাধারণ মুসল্লিরা। পরে বড় জামাতে তাঁরা নামাজ আদায় করেন। নামাজ শুরু হয় বেলা ১টা ৪৬ মিনিটে। শেষ হয় ১টা ৫৪ মিনিটে।

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা মাঠের দিকে। ইজতেমা মাঠের ভেতরে থাকা মুসল্লিরাও নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই বেলা ১টা ৪৬ মিনিটে মাইকে ভেসে আসে নামাজের একামত। মুহূর্তেই বন্ধ হয়ে যায় সব ছোটাছুটি। যে যেখানে ছিলেন, বিছানা পেতে দাঁড়িয়ে পড়েন নামাজে। তবে এবার মাঠের ভেতর জায়গা ফাঁকা থাকায় আশপাশের সড়কে মুসল্লিদের তেমন ভিড় ছিল না।

ইজতেমা মাঠের ভেতর মূল বয়ান মঞ্চের পাশে নামাজ পড়েন গাজীপুরের মিরের বাজার এলাকার বাসিন্দা ইয়ানূর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল ইজতেমা মাঠের ভেতরে বড় জামাতে জুমার নামাজ পড়ব। আজ সেই আশা পূরণ হলো। এখন ভালো লাগছে।’

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারই প্রথম তিন ধাপে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইজতেমা পালন করেন বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর তৃতীয় ধাপে গতকাল বিকেল থেকে শুরু হয় সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা। এ ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বড় জ ম ত র অন স র অন ষ ঠ ত র ইজত ম ইজত ম র

এছাড়াও পড়ুন:

এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে ছুঁলো রিয়াল

স্প্যানিশ লা লিগায় শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স ও জোড়া গোলে তারা ঘরের মাঠে লেগানেসকে হারিয়েছে ৩-২ গোলে। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। পাশাপাশি তারা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্টও ছুঁয়ে ফেলেছে।

এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ৩২ মিনিটে আরদা গুলারকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় তারা। আর পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে।

তবে লেগানেস দ্রুতই সমতা ফেরায়। মাত্র এক মিনিট পর দিয়েগো গার্সিয়া ফাঁকা জায়গা থেকে বল জালে জড়িয়ে দেন। এরপর ৪১ মিনিটে অস্কার রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে দানি রাবা গোল করে লেগানেসকে এগিয়ে নেন ১-২ ব্যবধানে।

অবশ্য বিরতি থেকে ফিরেই রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়। ৪৭ মিনিটে মিডফিল্ডার জুদ বেলিংহাম ক্রসবারে লেগে ফিরে আসা বলে দুর্দান্ত শট নিয়ে গোল করেন। এরপর ৭৬ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক থেকে চমৎকার একটি গোল করে রিয়ালকে জয় এনে দেন ৩-২ ব্যবধানে।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২৮ ম্যাচ থেকে সমান ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি বার্সেলোনা আছে শীর্ষে। আজ রোববার রাতে ২৯তম ম্যাচে জিরোনার মুখোমুখি হবে তারা। এদিকে লেগানেস ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে থেকে রয়েছে অবনমনের শঙ্কায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • হল্যান্ডের ইনজুরিতে ম্লান সিটির সেমিতে ওঠার আনন্দ
  • স্টার্ক-ডু প্লেসিস-ম্যাকগার্কে হাদরাবাদকে হারালো দিল্লি
  • ‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা
  • পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
  • ‘সাবলেট’ নেওয়ার কথা বলে নেন চাবি, সেই রাতেই বাসায় ঢুকে চুরি
  • ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
  • ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন, ব্যস্ত কেবল নারী দল
  • মাঠে নামার দুই মিনিটেই গোল করে মায়ামিকে জেতালেন মেসি
  • যমুনা সেতুর ওপর দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত, পরে স্বাভাবিক
  • এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে ছুঁলো রিয়াল