চুয়াডাঙ্গায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ
Published: 14th, February 2025 GMT
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কাউছার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশে আফজালুর রহমানকে বলা হয়েছে, আপনি দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়কের মতো দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ থাকায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে আগামী তিন দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এই নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, এই নেতা দলীয় প্রভাব খাঁটিয়ে যেসব কর্মকাণ্ড করছেন, তা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ জন্য কারণ দর্শানো হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় চাঁদাবাজি, মাস্তানি, মানুষকে জিম্মি করে হয়রানিসহ নানা ঘটনায় অভিযুক্ত গাজী জাহিদ হাসান দলের কেউ নয় বলে জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো.
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নূর ইসলামের ছেলে গাজী জাহিদ হাসান বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমানে কোনো পর্যায়ের কোনো দায়িত্বে নেই। তার সঙ্গে বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার কোনো ধরনের কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে গাজী জাহিদ হাসান নিজেকে কখনো বিএনপি, আবার কখনো যুবদলের নেতা পরিচয়ে জীবননগর পৌর এলাকায় মানুষকে অতিষ্ঠ করে তুলছিল। তারই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি জীবননগর শহরের মোটর পার্টস ব্যবসায়ী সাইফুল ইসলাম করিম ও তাঁর দ্বিতীয় স্ত্রী শ্যামলী পারভীনের বিয়ে অবৈধ দাবি করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাইফুল টাকা দিতে অস্বীকার করায় গাজী জাহিদের নির্দেশে তাঁর অনুসারীরা এই দম্পতিকে বাড়ি থেকে তুলে নিজেদের আস্তানায় নিয়ে যান। আলোচিত বিষয়টি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব অবগত হওয়ার পর বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দর্শনায় ৪টি বোমা সাদৃশ্য বস্তুসহ কারিগর আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৬টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এবার ৪টি বোমা সাদৃশ্য বস্তুসহ আলীহিম নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানার নেতৃত্বে দর্শনার পার্শ্ববর্তী আকুন্দবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) জাকিয়া সুলতানা জানান, চিনিকল পল্লীতে দফায় দফায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারে ঘটনায় আমরা তল্লাশি অভিযান শুরু করি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত পূর্বক আটক করার জন্য জাল বিস্তার করা হয়। আটক আলীহিম (৫২) উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আজিজুল হক মল্লিকের ছেলে। সে এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল।
তিনি বলেন, আলীহিমের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাদের এক পর্যায়ে আলীহিমের শ্বশুর বাড়ির সামনের একটি বাঁশঝাড়ের মধ্য থেকে ৪টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, এর নেপথ্যে আর কারা জড়িত আছেন, কে এর মাস্টার মাইন্ড তা খতিয়ে দেখা হচ্ছে অভিযান চলমান আছে।