নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর
Published: 14th, February 2025 GMT
আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সচেষ্ট না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলোসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ‘বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি: জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্ভাবনা’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতি বাতিলের দাবির আন্দোলনে জাফর, জয়নাল, দীপালি সাহা শহীদ হন। এরপর থেকে দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বাহাত্তরের সংবিধানকে ‘স্বৈরতন্ত্রের ভিত্তি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই মুজিববাদী সংবিধানকে নতুন করে না সাজাতে পারলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অংশগ্রহণমূলক গণপরিষদ গঠন করা দরকার। সেই গণপরিষদে জনমানুষের সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে মানুষের মুক্তির লড়াইয়ে আমরা অংশগ্রহণ করতে পারব।’
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গড়তে যাওয়া রাজনৈতিক দল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হেফাজত, জামায়াত, বিএনপি ইত্যাদি মতাদর্শভিত্তিক রাজনীতি সমাজকে বিভাজিত করে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রসমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেই দলটি হবে একটি মধ্যপন্থার দল। এই দলটি কোনো বাইনারি প্রক্রিয়ার মধ্যে থাকবে না। ছাত্র-জনতার যে রাজনৈতিক দলটি জনগণের সামনে আসতে যাচ্ছে, তাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন ও একটি নতুন সংবিধান।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আশা করি, গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান পাব।’
আওয়ামী লীগকে বিচারের জায়গায় নিয়ে আসা এবং সংসদ নির্বাচনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে কীভাবে যাওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক মহলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয়, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘এ জন্য সরকার, বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বলব, যারা হামলা করে আমাদের ভাইদের শহীদ করেছে, কোনো দল বা পক্ষ-গোষ্ঠী তাদের প্রতি দয়া দেখাবেন না। সামাজিক ও পারিবারিকভাবে তাদের বর্জন করুন। বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হোন। আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’
সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুতগতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, খুনি হাসিনার বিচার ও আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা যায়, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না।’
সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে সরকারের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।
‘দরকার আইনি দলিল’
আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান বলেন, ‘আমরা প্রত্যেকবার বুকের রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করি। সেই মুক্ত আবহে একটি রাজনৈতিক দল ক্ষমতায় বসে এবং স্বৈরতন্ত্র আবার শুরু হয়। আমরা স্বৈরতন্ত্রকে বিতাড়িত করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ স্বৈরতন্ত্র আমাদের সংবিধানের মধ্যেই প্রোথিত আছে। যে সংবিধানটা প্রণীত হয়েছিল পাকিস্তান গণপরিষদের সদস্যদের দ্বারা। এই সংবিধান প্রণয়ন করা হয়েছিল একজন ব্যক্তিকে সামনে রেখে। এই সংবিধানকে একটি পরিবারকে প্রতিষ্ঠার জন্য কতগুলো লিখিত বিধান বলা যায়।’
এত সংশোধনীর পর বর্তমান সংবিধান কোনোভাবে ‘লিগ্যাল ডকুমেন্ট’ (আইনি দলিল) হিসেবে আর নেই বলে মন্তব্য করেন আবদুর রহমান। তিনি বলেন, নব্বইয়ে তিন জোটের রূপরেখায় একটি নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল। ওই রূপরেখা একটা সাংবিধানিক ডকুমেন্ট ছিল। গত বছরের ৫ আগস্ট একটা বিপ্লব হয়েছে। কিন্তু সেই বিপ্লবের লিগ্যাল ডকুমেন্ট তৈরি হয়নি। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্ট থেকে যে মতামত নেওয়া হয়েছিল, সেখানেও বিপ্লবের কথা বলা হয়নি। এত বড় বিপ্লবের কোনো স্বীকৃতি দিয়ে যে কোনো আইনি দলিল তৈরি করা যায়নি, এটা শুধু ব্যর্থতা নয়, এতে বিপদের আশঙ্কাও আছে। আপিল বিভাগ থেকে এ-সংক্রান্ত একটা রায় হলে সেটা একটা আইনি দলিল হতে পারে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি বলেন, বর্তমান সংবিধান নিয়ে এগোলে আরেকটি স্বৈরতন্ত্রকে বিদায় করতে আবারও আমাদের বুকের রক্ত ঢালতে হবে। অন্তর্বর্তী সরকারকে কঠোর হয়ে বলতে হবে যে তার নিরাপত্তার জন্যই একটা চুক্তি করতে হবে। সব দল ও অংশীজনদের নিয়ে এ বিষয়ে তিন জোটের রূপরেখার মতো নতুন একটা অ্যাগ্রিমেন্ট (চুক্তি) স্বাক্ষর করা যেতে পারে। এটা একটা লিগ্যাল ডকুমেন্ট হবে। এর ভিত্তিতে একটা গণপরিষদ নির্বাচন দিতে হবে। সেই গণপরিষদে সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক বিধিবিধান বাতিল করতে হবে। কিংবা পুরো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নও করা যেতে পারে। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তা অবৈধ হবে। তাই সব দলের সঙ্গে চুক্তি করে সরকারকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘আপনি সব রাজনৈতিক দলকে বলুন, আমাদের নিরাপত্তার জন্য সবাই মিলে একটা চুক্তি করতে হবে। সেখানে বিপ্লবের স্বীকৃতি থাকতে হবে। একই সঙ্গে লেখা থাকবে, আমরা গণপরিষদ নির্বাচনে যাব।’
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, আগামী নির্বাচন কোনোভাবেই সংসদ নির্বাচন হওয়া উচিত হবে না। আগামী ডিসেম্বরে হওয়া উচিত গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ীরা একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করবেন। এরপর গণভোটের মাধ্যমে সংবিধানের ‘ম্যান্ডেট’ নিয়ে তাঁরা নিজেদের আইনসভা হিসেবে ঘোষণা করবেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাজনূভা জাবীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য টিনা নন্দী, মুশফিকুর রহমান ও হুমায়রা নূর।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স র দ দ ন প টওয় র গণত ন ত র ক স ব রতন ত র র রহম ন সরক র র আম দ র র জন য ত র জন আওয় ম
এছাড়াও পড়ুন:
গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে : সামান্তা শারমিন
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পরে আবারো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না। আরো একটি তথাকথিত নির্বাচন হতে পারেনা। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।
গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক’ এক নারী সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত কী হয়। প্রতিদিন রাতে আমাদের সিদ্ধান্ত নিতে হয় পরেরদিন সকালে কী রান্না হবে। বাড়ির পুরুষদের জিজ্ঞেস করবেন, তারা উত্তর দিতে পারবে না। তাহলে এসকল সিদ্ধান্ত নিতে পারলে পলিটিক্যাল ও দেশের সিদ্ধান্ত নেয়া তো এতটা কঠিন না।
নারীরা বাচ্চারা কীভাবে পড়বে কোন কোচিংয়ে পড়বে সেটা নারীরা ঠিক করতে পারলে, দেশের জন্য কোনটা সঠিক সে সিদ্ধান্তও নারীরা নিতে পারবে। নারীর ভোট ও পুরুষের ভোটের সমান ক্ষমতা। আপনাদের জানার প্রয়োজন নেই যে আপনাদের বক্তব্য কেউ শুনছে না। আমরা জনমত করতে গিয়ে নারীদের মতামত সবচেয়ে বেশি পেয়েছি।
নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের যারা বাড়িতে আছে তাদের গিয়ে বলবেন এ কথাগুলো। ঘরে বসে বক্তব্য দিয়ে কাজ হয় না। কাজ হবে যখন আপনারা কথা বলবেন। রান্নাঘরে কাজ করতে করতেও আলেচনা করুন দেশ কোনদিকে যাচ্ছে তা নিয়ে।
আপনারা সরাসরি রাজনীতিতে আসুন। এর মানে এই না আপনাকে নির্বাচন করতে হবে। ভোট দেয়াও একটি রাজনীতি।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, মিডিয়া সেলের মুখপাত্র ও সম্পাদক মুশফিক উস সালেহীন, জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার সদস্য শওকত আলী, আহমেদুর রহমান তনু।